Ajker Patrika

রবিশস্য নিয়ে চিন্তিত কৃষক

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৪: ৫৯
রবিশস্য নিয়ে চিন্তিত কৃষক

ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধিতে রবিশস্য নিয়ে চিন্তায় পড়েছেন নওগাঁর কৃষকেরা। রবি মৌসুমের শুরুতেই খরচ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা।

কৃষকেরা জানান, ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে জমিতে হাল চাষ ও সেচ খরচ বেড়ে গেছে। আগে ট্রাক্টর দিয়ে এক বিঘা জমিতে এক চাষ দিতে খরচ হতো ৩০০ থেকে ৩৫০ টাকা। ডিজেলের দাম বৃদ্ধির পর ট্রাক্টরচালক ও মালিকেরা বিঘাপ্রতি ৪০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত চাচ্ছেন। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা।

সরেজমিন গত মঙ্গলবার সকালে নওগাঁর ভবানীপুর মাঠসহ বেশ কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে আলু চাষে নেমেছেন চাষিরা। ডিজেল চালিত ট্রাক্টর ও পাওয়ার ট্রলি দিয়ে জমি চাষ করা হচ্ছে। সরিষা, গম, পেঁয়াজ ও শাক-সবজির বিভিন্ন খেতে শ্যালো ইঞ্জিন দিয়ে পানি সেচ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, দেশে ডিজেলের মোট চাহিদার বড় একটি অংশ ব্যবহার হয় ফসল উৎপাদন ও পণ্য পরিবহনে। তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়লেও ফসল উৎপাদন ব্যয় বাড়বে ত্রিশ শতাংশ, ক্ষতিগ্রস্ত হবে কৃষি অর্থনীতি।

খোঁজ নিয়ে জানা গেছে, নওগাঁর বিভিন্ন তেলের পাম্পে আগে ডিজেল বিক্রি হয়েছে প্রতি লিটার ৬৫ টাকায়। হঠাৎ লিটারে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এদিকে, বিভিন্ন অজুহাতে স্থানীয়ভাবে খুচরা ডিজেল বিক্রেতারা আরও ২ থেকে ৫ টাকা বেশি নিয়ে বিক্রি করছেন ৮২ থেকে ৮৫ টাকায়।

পত্নীতলা উপজেলার কৃষক সাহাজান সাজু জানান, সাধারণত এক বিঘা জমিতে আলু চাষে খরচ হয় ১০ থেকে ১২ হাজার টাকা। কিন্তু তেলের দাম বৃদ্ধিতে সেই খরচে যোগ হলো বিঘাপ্রতি আরও ৫ থেকে ৬ হাজার টাকা। উৎপাদন খরচ বাড়ায় শুরুতেই মূলধনের অভাব দেখা দিয়েছে। অসহায় হয়ে পড়েছেন অনেক চাষি।

ভবানীপুর এলাকার কৃষক ইউনুস আলী বলেন, ‘হিসেব করে রেখেছিলাম এবার এক বিঘা জমির আলুতে হাজার দশেক খরচ করব। হঠাৎ তেলের দাম যেভাবে বাড়ল মনে হচ্ছে ১৬-১৭ হাজার খরচ হবে। তেলের দাম বেড়েছে, কিন্তু ফসলের দাম বাড়ে না।

আরেক কৃষক রমজান মিয়া বলেন, ডিজেলের দাম বাড়ায় জমিতে চাষ এবং সেচের খরচ বেড়ে গেছে। এক বিঘা জমিতে চাষ করতে খরচ হতো ৩০০ টাকা এখন লাগছে ৪৫০ টাকা। আলু চাষের জন্য জমি অন্তত চারবার চাষ দিতে হবে। অর্থাৎ জমি চাষ করতে শুরুতেই অতিরিক্ত ৬০০ টাকা খরচ হচ্ছে।

ট্রাক্টরচালক রহিম মণ্ডল বলেন, ‘গাড়ি চালিয়ে যদি লাভই না হয়, তাহলে আমরা কীভাবে চলব। আগে তেলের দাম কম ছিল তাই চাষের খরচও কম নেওয়া হতো। এখন দাম বেড়ে গেছে, এ জন্য বিঘা প্রতি ৫০-১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এ ছাড়া আমাদের লোকসান হবে।

নওগাঁ ক্ষেতমজুর সমিতির সভাপতি জয়নাল আবেদীন মুকুল বলেন, যান্ত্রিক কৃষি ব্যবস্থায় উৎপাদন খরচ অনেকটাই নির্ভর করে ডিজেলের ওপর। তেলের দাম বাড়ায় বেড়েছে হাল, সেচ ও পরিবহন খরচ। উৎপাদন ব্যয় মোটে ত্রিশ শতাংশ বাড়ল। কৃষকের স্বার্থে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত