Ajker Patrika

সুন্দরবনের গহিনে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

সুন্দরবনের গহিনে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের বাংলাদেশ অংশে শুরু হতে যাচ্ছে ১৫ দিনের আবাসিক চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ‘দ্বিতীয় ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’। পরিবেশবান্ধব চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনা কৌশলকে আয়ত্ত করতে কর্মশালাটি আয়োজন করেছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম)। ১৯ মার্চ থেকে শুরু হবে কর্মশালাটি।

১৫ দিনের এ আয়োজনের পাঁচ দিন অনলাইন ও বাকি ১০ দিন সশরীরে উপস্থিত থেকে তিনটি দলে বিভক্ত হয়ে সুন্দরবনের মানুষ, প্রকৃতি ও জলবায়ু পরিবর্তনকে উপজীব্য করে গল্প নির্বাচন, চিত্রনাট্য রচনা, প্রকল্প উপস্থাপনা, শুটিং প্রস্তুতি ও চলচ্চিত্রায়ন সম্পন্ন হবে। এবারের রেসিডেন্সি মেন্টর হিসেবে থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা পুষ্পেন্দ্রা সিং। সঙ্গে অনলাইনে যুক্ত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষকরা। এ কর্মশালায় চিত্রায়িত চলচ্চিত্রগুলোর সম্পাদনা করা হবে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট, লডজ ফিল্ম স্কুল ও ফ্রান্সের ডন বস্কো ইন্টারন্যাশনাল মিডিয়া একাডেমিতে।

কর্মশালায় অংশ নেওয়া নির্মাতাদের মধ্য থেকে নির্বাচিত একজনকে সুন্দরবনভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য এক বছরের স্কলারশিপ দেওয়া হবে। নির্বাচিত দুইজন পাবেন প্যারিসের ডন বস্কো ইন্টারন্যাশনাল মিডিয়া একাডেমি ও লন্ডনের বিখ্যাত রেইনড্যান্স ইনস্টিটিউটে উচ্চশিক্ষার সুযোগ। সর্বোপরি নির্ধারিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি পর্যায়ের প্রজেক্ট ডেভলপমেন্ট ও কো-প্রডিউসার গ্র্যান্ট প্রাপ্তিতে সহায়তা করবে বিখ্যাত আর্ট হাউস সিনেমা উৎসব ফেস্টিভ্যাল ডেস থ্রি কন্টিনেন্টস। কর্মশালায় অংশ নিতে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের তথ্য পাওয়া যাবে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার ওয়েবসাইট ও ফেসবুক পেজে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত