শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবন থেকে শিকারনিষিদ্ধ দুই হাজার কেজিরও বেশি নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছে কোস্ট গার্ড। গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজারের মোড়ল এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠান থেকে এসব কাঁকড়া জব্দ করা হয়।
কাঁকড়ার বিশাল এ চালান ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে তা জব্দ করা হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস প্রজনন মৌসুম হওয়ায় সুন্দরবন থেকে এ সময় কাঁকড়া শিকার নিষিদ্ধ। তারপরও প্রভাবশালীরা চোরা শিকারি দিয়ে গোপনে সুন্দরবন থেকে ডিমওয়ালা এসব কাঁকড়া শিকার করে আসছিল।
এ বিষয়ে কোস্টগার্ড কৈখালী কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট জহিরুল ইসলাম জানান জব্দ করা কাঁকড়া বন বিভাগের উপস্থিতিতে সুন্দরবন সংলগ্ন মাদার নদীতে অবমুক্ত করা হয়েছে। কাঁকড়া জব্দ করা গেলেও কাঁকড়ার মালিকসহ জেলেরা এ সময় পালিয়ে যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় অনুসন্ধান শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বন বিভাগকে নির্দেশনা দেওয়া হবে।
এদিকে বন বিভাগের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, এখন কাঁকড়া শিকার নিষিদ্ধ হওয়ায় সাদা মাছের পাস (অনুমতি) দেওয়া হয়। তবে কিছু জেলে বনে প্রবেশের পর কাঁকড়াও শিকার করছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, গত ৭–৮ দিন পূর্বে বন বিভাগের নিকট থেকে সাদা মাছের পাস নিয়ে অর্ধশত নৌকায় প্রায় শতাধিক জেলে সুন্দরবনে যায়। এ সময় বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে তারা সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবস্থান করে। পরে তারা মাছের পাশাপাশি কাঁকড়াও শিকার করে। পরে স্থানীয় কয়েকটি সূত্র বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করে। এরপর প্রায় দুই দিন অভিযান চালিয়ে বুড়িগোয়ালীনি স্টেশন অফিসারের নেতৃত্বে বনকর্মীরা একটি নৌকাসহ মাত্র ১০ কেজি কাঁকড়া জব্দ করে লোকালয়ে ফিরে আসে।
স্থানীয় আকতার আলী ও রাকিব হোসেন জানান, বন বিভাগের অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা নদী থেকে উঠে আসার পর সোমবার রাতে চোরা শিকারিরা ভিন্ন পথে এসব কাঁকড়া নিয়ে লোকালয়ে ফিরে আসে। পূর্ব চুক্তি অনুযায়ী এসব কাঁকড়া ওই রাতেই সুন্দরবন বাজারের মোড়ল এন্টারপ্রাইজে হস্তান্তরের পর মঙ্গলবার সকালে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে কোস্ট গার্ডের সদস্যরা তা আটক করে।
এ ব্যাপারে মোড়ল এন্টারপ্রাইজের মালিক রাসেল মাহমুদ মোড়ল জানান, জব্দকৃত কাঁকড়া সুন্দরবনের নয়। এসব পার্শ্ববর্তী বিভিন্ন নার্সিং পয়েন্টের (কাঁকড়া চাষ করার স্থান) কাঁকড়া। জব্দকৃত কাঁকড়ার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে তিনি নিশ্চিত করেন। তিনি স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে।
তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, রাসেল এন্টারপ্রাইজসহ সুন্দরবন তীরবর্তী এলাকার অর্ধশত প্রতিষ্ঠান জেলেদের মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে প্রজনন মৌসুমে সাদা মাছের পাসের আড়ালে কাঁকড়া শিকারে সুন্দরবনে পাঠিয়ে থাকে। প্রজনন মৌসুমে অব্যাহতভাবে কাঁকড়া শিকার হওয়ায় সাম্প্রতিক সময়ে সুন্দরবনে কাঁকড়ার উৎপাদন আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।
সুন্দরবন থেকে শিকারনিষিদ্ধ দুই হাজার কেজিরও বেশি নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছে কোস্ট গার্ড। গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজারের মোড়ল এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠান থেকে এসব কাঁকড়া জব্দ করা হয়।
কাঁকড়ার বিশাল এ চালান ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে তা জব্দ করা হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস প্রজনন মৌসুম হওয়ায় সুন্দরবন থেকে এ সময় কাঁকড়া শিকার নিষিদ্ধ। তারপরও প্রভাবশালীরা চোরা শিকারি দিয়ে গোপনে সুন্দরবন থেকে ডিমওয়ালা এসব কাঁকড়া শিকার করে আসছিল।
এ বিষয়ে কোস্টগার্ড কৈখালী কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট জহিরুল ইসলাম জানান জব্দ করা কাঁকড়া বন বিভাগের উপস্থিতিতে সুন্দরবন সংলগ্ন মাদার নদীতে অবমুক্ত করা হয়েছে। কাঁকড়া জব্দ করা গেলেও কাঁকড়ার মালিকসহ জেলেরা এ সময় পালিয়ে যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় অনুসন্ধান শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বন বিভাগকে নির্দেশনা দেওয়া হবে।
এদিকে বন বিভাগের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, এখন কাঁকড়া শিকার নিষিদ্ধ হওয়ায় সাদা মাছের পাস (অনুমতি) দেওয়া হয়। তবে কিছু জেলে বনে প্রবেশের পর কাঁকড়াও শিকার করছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, গত ৭–৮ দিন পূর্বে বন বিভাগের নিকট থেকে সাদা মাছের পাস নিয়ে অর্ধশত নৌকায় প্রায় শতাধিক জেলে সুন্দরবনে যায়। এ সময় বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে তারা সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবস্থান করে। পরে তারা মাছের পাশাপাশি কাঁকড়াও শিকার করে। পরে স্থানীয় কয়েকটি সূত্র বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করে। এরপর প্রায় দুই দিন অভিযান চালিয়ে বুড়িগোয়ালীনি স্টেশন অফিসারের নেতৃত্বে বনকর্মীরা একটি নৌকাসহ মাত্র ১০ কেজি কাঁকড়া জব্দ করে লোকালয়ে ফিরে আসে।
স্থানীয় আকতার আলী ও রাকিব হোসেন জানান, বন বিভাগের অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা নদী থেকে উঠে আসার পর সোমবার রাতে চোরা শিকারিরা ভিন্ন পথে এসব কাঁকড়া নিয়ে লোকালয়ে ফিরে আসে। পূর্ব চুক্তি অনুযায়ী এসব কাঁকড়া ওই রাতেই সুন্দরবন বাজারের মোড়ল এন্টারপ্রাইজে হস্তান্তরের পর মঙ্গলবার সকালে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে কোস্ট গার্ডের সদস্যরা তা আটক করে।
এ ব্যাপারে মোড়ল এন্টারপ্রাইজের মালিক রাসেল মাহমুদ মোড়ল জানান, জব্দকৃত কাঁকড়া সুন্দরবনের নয়। এসব পার্শ্ববর্তী বিভিন্ন নার্সিং পয়েন্টের (কাঁকড়া চাষ করার স্থান) কাঁকড়া। জব্দকৃত কাঁকড়ার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে তিনি নিশ্চিত করেন। তিনি স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে।
তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, রাসেল এন্টারপ্রাইজসহ সুন্দরবন তীরবর্তী এলাকার অর্ধশত প্রতিষ্ঠান জেলেদের মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে প্রজনন মৌসুমে সাদা মাছের পাসের আড়ালে কাঁকড়া শিকারে সুন্দরবনে পাঠিয়ে থাকে। প্রজনন মৌসুমে অব্যাহতভাবে কাঁকড়া শিকার হওয়ায় সাম্প্রতিক সময়ে সুন্দরবনে কাঁকড়ার উৎপাদন আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪