Ajker Patrika

পদ্মাপাড়ে ভাঙন, আতঙ্ক

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪৭
পদ্মাপাড়ে ভাঙন, আতঙ্ক

ফরিদপুরের পদ্মা নদীর পাড় তিন দিন ধরে ভাঙছে। এতে আতঙ্কে রয়েছেন নদী তীর সংলগ্ন এলাকার বাসিন্দারা। দ্রুত বাঁধ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে কাজ শুরু হয়েছে।

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদী তীর সংরক্ষণ বাঁধের কয়েকটি স্থানে প্রায় ১০০ মিটার অংশের সি সি ব্লক ধসে গেছে। গত তিন দিনে বিভিন্ন সময় ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে তীর সংরক্ষণ বাঁধ। এই কারণে নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদীর ওবায়দুলের বাড়ি সংলগ্ন তীর সংরক্ষণ বাঁধে ধস শুরু হয়। বিষয়টি স্থানীয়রা ইউপি চেয়ারম্যানকে জানালে পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শনে আসেন।

হঠাৎ করে ভাঙনের ব্যাপকতা বাড়ায় পাউবো ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ডাম্পিং শুরু করেছেন।

স্থানীয়রা জানান, নদীর স্বাভাবিকতা না থাকায় প্রতি বছরই বাড়ি ঘর ও ফসলের জমি নদীতে বিলীন হয়ে যায়। তাঁরা চান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপের মাধ্যমে এই নদী ভাঙন প্রতিরোধ।

ডিক্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বলেন, ‘নদীতে স্রোত বেশি থাকায় আমার ইউনিয়নের বিভিন্ন অংশে ভাঙন শুরু হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে ভাঙন রোধে কাজ শুরু হয়েছে।’

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ভাঙন প্রতিরোধে জরুরিভাবে জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত রয়েছে। ভাঙনের গভীরতা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

নদীর অপর পাড়ের ভাঙনের বিষয়ে তিনি বলেন, ‘এটা তো নদী থেকে জেগে উঠা বালু চর। এখানে জিও ব্যাগ ডাম্পিং করে কোনো লাভ হবে না। পরবর্তীতে অবস্থার প্রেক্ষিতে প্রকল্প গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত