Ajker Patrika

১৫ মাস পর ফের চালু সাধারণ চিকিৎসাসেবা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৩: ০১
১৫ মাস পর ফের চালু  সাধারণ চিকিৎসাসেবা

দীর্ঘ ১৫ মাস বন্ধ থাকার পর নরসিংদীর করোনা ডেডিকেটেড ১০০ শয্যার জেলা হাসপাতালে সাধারণ চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। গত ১৫ নভেম্বর থেকে হাসপাতালটির জরুরি বিভাগসহ বহির্বিভাগের চিকিৎসা সেবা চালু হয়েছে। তবে করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রমও চলবে বলে জানিয়েছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের এপ্রিল মাসে নরসিংদীর ১০০ শয্যার জেলা হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। এ সময় চিকিৎসকসহ পর্যাপ্ত সংখ্যক জনবল বৃদ্ধি করা হয়। পরে করোনা সংক্রমণ বাড়ার কারণে রোগীর চাপ সামাল দিতে হাসপাতালটিতে শয্যাও বাড়ানো হয়। করোনা ডেডিকেটেড ঘোষণার পর হাসপাতালটিতে বন্ধ করে দেওয়া হয় জরুরি বিভাগসহ আন্ত ও বহি: বিভাগে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা। এতে সাধারণ রোগীদের চাপ বাড়ে নরসিংদী সদর হাসপাতালে। প্রতিদিন সাধারণ রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় সদর হাসপাতাল কর্তৃপক্ষকেও।

সম্প্রতি করোনা রোগীর সংখ্যা কমে যাওয়ায় এবং সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগসহ বহির্বিভাগে সকল ধরনের চিকিৎসা সেবা চালু করা হয়েছে। এখন ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে হাসপাতালটির জরুরি বিভাগে। এ ছাড়া বহির্বিভাগে সেবা দেওয়া শুরু করেছেন চিকিৎসকেরা।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান বলেন, ‘আমরা করোনা রোগীর পাশাপাশি সাধারণ চিকিৎসা সেবাদান শুরু করেছি। জরুরি বিভাগসহ অন্তবিভাগ ও বর্হিবিভাগে চিকিৎসকেরা সেবা দিচ্ছেন। তবে এখনো রোগীর চাপ তেমন বাড়েনি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত একজন ডেঙ্গু রোগী, একজন করোনা আক্রান্ত রোগী ও করোনা সন্দেহজনক রোগীসহ মোট ৫৫ জন রোগী ভর্তি রয়েছেন।’

সিভিল সার্জন মো. নূরুল ইসলাম জানিয়েছেন, সব ধরনের চিকিৎসা সেবার পাশাপাশি করোনা রোগীদের সেবা কার্যক্রমও চলবে। তবে হাসপাতালটিতে সাধারণ চিকিৎসা সেবা শুরু হলেও এখনো রোগীর চাপ তেমন বাড়েনি। হাসপাতাল পুনরায় চালু হওয়ার খবর জানাজানি হলে আবারও সাধারণ রোগীদের ভিড় বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

নুরাল পাগলার দাফনকে কেন্দ্র করে যেভাবে সহিংসতা ঘটল

রূপপুরের বালিশ-কাণ্ডে এক প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর, অন্যজনের নিম্ন গ্রেডে অবনমন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত