Ajker Patrika

পটুয়াখালীতে গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৪
পটুয়াখালীতে গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

পটুয়াখালীতে সম্প্রতি বেড়েছে গরু চুরি। তবে এ গরু চোর সদস্যদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। গত শুক্রবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাঁধঘাট এলাকা থেকে গরু চুরির অভিযোগে ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় চুরি হওয়ায় দুটি গরু উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে পটুয়াখালী গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি পটুয়াখালী টিমের উপপুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন মোল্লা গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এ সময় পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর বাদুরা বাঁধঘাট এলাকায় বিক্রির অপেক্ষায় থাকা একটি গাভি ও একটি বাছুরসহ মেহেদী হাসান (২৪) নামে এক চোরকে আটক করে। মেহেদী পূর্ব হেতালিয়া এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত গরু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে আটক মেহেদী হাসানসহ গরু চোর চক্রের সঙ্গে জড়িত লিমন আকন (৩৮), মো. কামাল হোসেন গাজী (২৪) মো. কবির হোসেন ওরফে কসাই কবির (৪০), মো. স্বাধীন (২৮) ও মো. শাহিনকে (২২) গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া চোর চক্রের সদস্যরা পটুয়াখালী ও এর আশপাশের জেলা থেকে গরু চুরি করে এনে বিক্রি করে এবং বিভিন্ন সময় জবাই করে মাংস বিক্রি করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার তাঁদের আদালতে হাজির করা হয়।

পটুয়াখালী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘জেলায় গরু চুরি প্রতিরোধ করতে পুলিশ কাজ করছে। হাট বাজারের পাশাপাশি বিভিন্ন প্রবেশ পথ গুলোতে পুলিশের চেকপোস্ট কাজ করে। এরপরও বাজারে যে সব গরু জবাই করে মাংস বিক্রি হয়, সে সব গরু জবাই করার আগে গরুর ছবি তুলে রাখাসহ গরুর প্রকৃত মালিকের পরিচয় যাচাই করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত