Ajker Patrika

জেলে মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪: ২১
জেলে মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহার

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের ধাওয়ায় সুজন (৩০) নামের এক জেলের মৃত্যুর ঘটনায় পায়রা বন্দর নৌ–পুলিশের ৪ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে তাদের নৌ–পুলিশ বরিশাল অঞ্চল অফিসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ–পুলিশ পটুয়াখালী জোনের সহকারী পুলিশ সুপার আহসান হাবীব। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন–পায়রা বন্দর নৌ–পুলিশের সহকারী উপপরিদর্শক মামুন, কনস্টেবল রিয়াজ, সুমন ও আবদুস ছাত্তার।

উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার চর বালিয়াতলী ঢোস এলাকা থেকে ৫ জেলে একটি মাছধরা ট্রলারসহ রাবনাবাদ নদীর উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ট্রলারে নিষিদ্ধ জাল রয়েছে সন্দেহে তাদের ধাওয়া করে পায়রা বন্দরের নৌ–পুলিশবাহী একটি ট্রলার। ঘণ্টাব্যাপী ধাওয়ার পর জেলেরা ফের ঢোস এলাকায় পৌঁছালে ৪ জেলে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু এ সময় সুজনকে ধরে ফেলে নৌ–পুলিশের সদস্যরা। পরে তাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলে ওই ৪ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার সন্ধ্যায় ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে গত মঙ্গলবার সন্ধ্যায় পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।

পটুয়াখালী জোনের নৌ–পুলিশের সহকারী পুলিশ সুপার আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘পায়রা বন্দর নৌ–পুলিশের সহকারী উপপরিদর্শক মামুন সহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে জেলা পুলিশের ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত