Ajker Patrika

পাঠাগারের আদলে পূজার মণ্ডপ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০৭
পাঠাগারের আদলে পূজার মণ্ডপ

বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল শনিবার উদ্‌যাপিত হয়েছে সরস্বতী পূজা। উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় অরুণ সংঘের উদ্যোগে পাঠাগারের আদলে সাজানো হয়েছে সরস্বতী পূজার মণ্ডপ। সরস্বতী মায়ের পূজা উপলক্ষে তাঁরা দুই দিনব্যাপী নানা আয়োজন করেছে।

গতকাল ওই পূজামণ্ডপে গেলে দেখা যায়, থরে থরে সাজানো বই। গোরা, শেষের কবিতা, নুরজাহান, পদ্মা নদীর মাঝি, সূর্য দীঘল বাড়ি, তিতাস একটি নদীর নাম, জোছনা জননীর গল্প, সাতকাহন এমন এক শ বই শোভা পাচ্ছে। যেন একটি পাঠাগার। এখানেই শেষ নয়। দর্শনার্থীদের মধ্যে বিলিও করা হচ্ছে বিভিন্ন ধরনের বই। দর্শনার্থীরা সেলফি তুলছেন অস্থায়ী পাঠাগারের সামনে।

এ সময় কথা হয়, কয়েকজন দর্শনার্থীর সঙ্গে। একজন দর্শনার্থী বলেন, সরস্বতী হলেন জ্ঞান, সংগীত, শিল্পকলার দেবী। মাঘ মাসের পঞ্চমী তিথিতে মায়ের পূজা করা হয়। মায়ের কাছে আমাদের প্রার্থনা, যেন এই করোনা মহামারি থেকে আমাদের সবাইকে মুক্ত করেন।

অরুণ সংঘের আয়োজকেরা জানান, প্রতিবছরই তাঁরা ব্যতিক্রম কিছু নিয়ে হাজির হন। এরই ধারাবাহিকতায় এবার ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে পাঠাগারের আদলে মণ্ডপ তৈরি করেছেন। তবে করোনার কারণে এ বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। পাঠাগারের কারিগর মো. শাহাদাৎ হোসেন বলেন, তিনি কুমিল্লার লাকসাম থেকে এসে এখানে কাজ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত