Ajker Patrika

আরও সরকারি ওষুধ মিলল আশুর বাসায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৭
আরও সরকারি ওষুধ মিলল আশুর বাসায়

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালের কর্মী আশু চক্রবর্তীর বাসা থেকে আরও ২ লাখ ৪০ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করেছে পুলিশ। গত সোমবার রাতে জিজ্ঞাসাবাদের পর তাঁর বাসা থেকে ওই ওষুধ জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সোমবার চমেক হাসপাতালের কর্মী আশু চক্রবর্তী ও মো. সৈয়দের কাছ থেকে শুরুতে ১ লাখ ১০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়।

সিএমপির উপকমিশনার মো. মোখলেছুর রহমান বলেন, পুলিশের হাতে আটক ব্যক্তিরা হাসপাতালের ওষুধগুলো বাইরে বিক্রি করে দিতেন। চমেকের আশপাশে যেসব ফার্মেসি রয়েছে সেগুলোতে এসব ওষুধ বিক্রি করা হতো।

ডিসি মোখলেছুর বলেন, ‘আমরা মনে করছি, এদের পেছনে পর্দার আড়ালে আরও অনেকেই জড়িত আছে। আমরা তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা করব।’

এই ঘটনায় একটি মামলা হয়েছে উল্লেখ করে ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এই মামলার তদন্তে পরবর্তীতে বিষয়গুলো উঠে আসবে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, চুরি যাওয়া ওষুধ উদ্ধার ও ঘটনায় জড়িত অন্যদের ধরতে আদালতে আসামিদের পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত