Ajker Patrika

বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৭
বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বোরো ধান চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এতে সকালের শীতকে উপেক্ষা করে সন্ধ্যা পর্যন্ত বোরোর জমি প্রস্তুত ও চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

গতকাল মঙ্গলবার সরেজমিনে উপজেলার লতব্দী ইউনিয়নের চরকমলাপুর গ্রামে বোরো জমি প্রস্তুত করতে হাল চাষ দিতে দেখা গেছে। কেউ জমির আইলে কোদাল দিয়ে সোজা করছে, অনেকে সার ছিটাচ্ছে। কেউ সেচের জন্য ড্রেন নির্মাণ কিংবা পাম্পের বা শ্যালো মেশিনের জন্য ঘর তৈরি করছেন। আবার অনেকে তৈরি জমিতে পানি সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন। আনুষঙ্গিক কাজ শেষ করে কেউবা বীজতলা থেকে চারা তুলে তা রোপণ করছেন জমিতে।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে রোপণ ডিসেম্বর থেকে মার্চের ১৫ তারিখ পর্যন্ত চলবে। এপ্রিলের মধ্য থেকে জুন পর্যন্ত কর্তন শেষ হবে। এ উপজেলায় ৪ ধাপে বোরো ধান রোপণ শুরু হয়। এ বছর এখন পর্যন্ত ৪৫০ হেক্টর জমিতে বোরো ধান চারা রোপণ হয়েছে। আর এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০০ হেক্টর।

উপজেলার লতব্দী ইউনয়নের আব্দুল কাদির বলেন, ‘ধানের ন্যায্য দাম না পাওয়ায় আমরা এবার বোরো ধান লাগানো কমিয়ে দিয়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ‘চলতি বোরো মৌসুমে রোপণ নভেম্বর থেকে মার্চের ১৫ তারিখ পর্যন্ত চলবে। এপ্রিলের মধ্য থেকে জুন পর্যন্ত কর্তন শেষ হবে। এ উপজেলায় ৪ ধাপে বোরো ধান রোপণ হয়। ইতি মধ্যে ৪৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত