Ajker Patrika

দ্বিতীয় ধাপে নির্বাচন আজ

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৪: ৫৫
দ্বিতীয় ধাপে নির্বাচন আজ

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুর উপজেলার ৮ ইউপিতে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। উপজেলা নির্বাচন অফিস জানায়, ৮৬টি ভোটকেন্দ্রে এক লাখ ৮১ হাজার ৫৪৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ১৭৩ জন ও নারী ভোটার ৯১ হাজার ৩৭৩ জন। ভোটকেন্দ্রগুলোতে এক হাজার ৮৩২ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, শুধু গোমস্তাপুর ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে।

নওগাঁ: নওগাঁ সদরের ১২টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৫ জন ও সদস্য পদে ৫৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বক্তারপুর ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ভোটকেন্দ্রে সমূহে বুধবার ব্যালটবাক্স ও ইভিএম মেশিনসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পাঠানে হয়েছে। আজ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

১১১টি কেন্দ্রের ৬০১টি ভোট কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৮২ জন।

রাণীনগর (নওগাঁ) : রাণীনগর উপজেলার ৮ ইউপিতে নির্বাচন হচ্ছে। রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা (চলতি দায়িত্ব প্রাপ্ত) রেজাউল করিম জানান, ৭৪টি কেন্দ্রে মোট এক লাখ ৫১ হাজার ৭৩৪ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার ৭৪টি কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। এর মধ্যে ৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত