Ajker Patrika

পোকায় দিশেহারা কৃষক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৭: ৫২
পোকায় দিশেহারা কৃষক

চাঁপাইনবাবগঞ্জে আমন খেতে কারেন্ট পোকার ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে কৃষকেরা বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করেও ফল পাচ্ছেন না। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষকেরা।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৫২ হাজার হেক্টর। আবাদ হয়েছে ৫২ হাজার ৩৫০ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। জেলায় এবার স্বর্ণা, একান্ন, ব্রি-৮৭,৭১, ৭৫,৩৪, বিনা-১৭ সহ অন্যান্য জাতের ধানের আবাদ হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণে এরই মধ্যে বিপুল পরিমাণ জমির ধান নষ্ট হয়ে গেছে।

কৃষকেরা জানান, আর কিছুদিনের মধ্যেই ধানের শিষ বের হবে। এমন অবস্থায় কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও তেমন ফল মিলছে না। প্রতি সপ্তাহে এক থেকে দুইবার কীটনাশক স্প্রে করতে হচ্ছে। আক্রান্ত ধান গাছের গোড়ায় খুব ছোট আকৃতির এই পোকা দেখা যায়। দ্রুত ধানের ক্ষতি করে কারেন্ট পোকা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকার আমনচাষি আকবর আলী বলেন, ১৫ দিন থেকে আমন খেতে কারেন্ট পোকার আক্রমণ বেড়ে গেছে। এতে উৎপাদন কমে যাওয়ার চিন্তায় রয়েছেন চাষিরা।

গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার কৃষক বদরুল ইসলাম বলেন, এবার তিনি ৫ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন। কিন্তু হঠাৎ কারেন্ট পোকা দেখা দিয়েছে। চারবার বিষ স্প্রে করেছেন। কিন্তু সেভাবে ফল মিলছে না বলে জানান তিনি।

নাচোল উপজেলার নেজামপুর এলাকার আমনচাষি এন্তাজ আলী বলেন, এবার প্রথম থেকে ধানের অবস্থা ভালো ছিল। ধানের শিষ বের হতে শুরু করেছে। আশা ছিল খুব ভালো ফলন হবে। কিন্তু কারেন্ট পোকার আক্রমণ দেখা দেওয়ায় ফলন কমার আশঙ্কা করছেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, ধানের চারা রোপণের আগেই কিছু ব্যবস্থা নিলে কারেন্ট পোকার আক্রমণ রোধ করা সম্ভব। এর মধ্যে নির্দিষ্ট দূরত্বে চারা রোপণ, আইলের মাঝে বিলি কেটে দেওয়া, ইউরিয়া সারের যথাযথ প্রয়োগ, আগাম ও প্রতিরোধে সক্ষম জাতের চারা রোপণের মতো ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালেহ আকরাম বলেন, সদর উপজেলায় চলতি মৌসুমে ৯ হাজার ৩২০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। মাঠে এবার ধানখেত দেখে কৃষকের পাশাপাশি তাঁরাও খুব খুশি ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে কারেন্ট পোকার আক্রমণে কৃষকদের পাশাপাশি তাঁরাও চিন্তিত। পোকা দমনে ‘পাইমেট্রোজিন’ গ্রুপের কীটনাশক দিয়ে ধান গাছের গোড়া ও ওপরে স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সালেহ আকরাম আরও জানান, পোকা দমন করতে হলে আক্রান্ত খেতের পানি বের করে দিতে হবে। সূর্যের আলো ও বাতাস যাতে ধানগাছের গোড়ায় পৌঁছাতে পারে সে ব্যবস্থা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত