Ajker Patrika

ঝিকরগাছায় লাঠির আঘাতে যুবক নিহত

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫: ১৯
ঝিকরগাছায়  লাঠির আঘাতে যুবক নিহত

ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়ায় চাচার লাঠির আঘাতে জুয়েল হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে ক্ষিপ্ত চাচা ভাতিজার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। গতকাল শনিবার যশোর ২৫০ শয্যার হাসপাতালে ময়নাতদন্ত শেষে জুয়েলকে (২৫) তাঁর গ্রাম হাড়িয়াদেয়াড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন বলেন, ‘জুয়েলের এক ফুফু তাঁর বাবা-চাচাসহ পাঁচজনের নামে ২৫ শতক জমি রেজিস্ট্রি করে দেন। এতে জুয়েলের আরেক চাচা আব্দুল মান্নান মান্নুর নামে কোনো জমি দেওয়া হয় না। জমি না পেয়ে ক্ষিপ্ত মান্নু। ঘটনার দিন সকালে বিষয়টি জুয়েলদের পরিবারে ঝগড়া বাঁধে। একপর্যায়ে মান্নু তাঁর ভাতিজা জুয়েল মাথায় মেহগনি গাছের ডাল দিয়ে আঘাত করেন।’

জাকির হোসেন আরও বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় জুয়েলকে প্রথমে যশোর ২৫০ শয্যার হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি ঘটলে ঢাকায় নেওয়ার পথে জুয়েল মারা যান।’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘ঘটনা শুনেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত