Ajker Patrika

নওগাঁয় আগুনে পুড়ল আসবাবের দোকান

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ২১
নওগাঁয় আগুনে পুড়ল আসবাবের দোকান

নওগাঁ শহরের কাঁঠালতলি এলাকায় একটি আসবাবের দোকান ও কারখানা আগুনে পুড়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের ওই এলাকায় সম্রাট নামের একটি ফার্নিচার তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র, কেমিক্যাল ও সরঞ্জামাদি মজুত ছিল।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কাঁঠালতলি এলাকার ওই ফার্নিচার কারখানায় আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয় লোকজন বন্ধ থাকা ওই কারখানার ভেতর থেকে আগুন ও ধোঁয়া দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন কারখানার আশপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। কারখানায় কাঠ, স্টিল, রাসায়নিক সামগ্রী, রং, তুষ, কাঠের গুঁড়ি ও বিভিন্ন ধরনের আসবাবপত্র ছিল। খবর পেয়ে প্রথমে নওগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ও রানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা জুয়েল হোসেন বলেন, শুক্রবার হওয়ায় কারখানাটি বন্ধ ছিল। দুপুরে বন্ধ ওই কারখানা ও গুদামে হঠাৎ আগুন লেগে ধোঁয়া উঠতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সম্রাট ফার্নিচারের স্বত্বাধিকারী বাদশা মিয়া বলেন, অগ্নিকাণ্ডে তাঁর দোকান ও কারখানায় তৈরি ফার্নিচার ও কাঁচামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮-১০ লাখ ছাড়িয়ে যাবে।

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার শফিউল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত