Ajker Patrika

নালা ব্যবস্থাপনা নেই, বৃষ্টি হলেই জলাবদ্ধতা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২০: ০২
নালা ব্যবস্থাপনা নেই, বৃষ্টি হলেই জলাবদ্ধতা

নরসিংদীর রায়পুরায় পৌর এলাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌর সদরে বসবাসকারীদের। স্থানীয় বাসিন্দারা বলছেন, জলাবদ্ধতা সৃষ্টির প্রধান কারণ হলো অপরিকল্পিত পানি নিষ্কাশন। সুনির্দিষ্ট পরিকল্পনা ও নালা ব্যবস্থাপনা না থাকায় সড়কে পানি জমে থাকে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সামনে বৃষ্টির দিন আসছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য নালা ব্যাবস্থাপনা গড়ে না তুললে সমস্যা আরও প্রকট হবে। তাই এই সমস্যা সমাধান করতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তাঁরা। পৌরসভা বলছে, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়নের একমাত্র প্রবেশদ্বার হলো রায়পুরার স্বাধীনতা চত্বর। এই চত্বরসহ বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পৌরবাসীসহ উপজেলার মানুষকে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। জলাবদ্ধতার কারণে রাস্তার পাশের ব্যবসাপ্রতিষ্ঠানও ডুবে যায়। বাজারের কোথাও কোথাও নালা নেই। কিছু জায়গায় নালা থাকলেও বন্ধ। তা ছাড়া সড়ক নিচু হওয়ায় নালার পানি উপচে নোংরা ও ময়লা পানিতে সড়কে ডুবে যায়। গত সোমবার ও মঙ্গলবার হঠাৎ সমান্য বৃষ্টি হলে দেখা জলাবদ্ধতা সৃষ্টি হয়।

গত মঙ্গলবার কয়েকজন পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর এলাকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো বাজারের চৌরাস্তা মোর এলাকা। সামান্য বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে রাস্তায় বের হওয়া কঠিন হয়ে যায়। ছেলেমেয়েরা পড়াশোনা করতে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারে না। এখান থেকে জেলা উপজেলায় যাতায়াতের জন্য যান চলাচলেও ব্যাঘাত ঘটছে। এই জলাবদ্ধতার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা বলেন, সড়কটি নিচু হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আগে পানি নিষ্কাশনের জন্য দুই দিকে দুটি নালা ছিল। এখন তা বন্ধ হয়ে গেছে। তাই বৃষ্টি এলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধানে কাজ করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত