Ajker Patrika

এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৭

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭: ২৯
এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৭

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রথম দিনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় বহিষ্কারের কোনো ঘটনা না ঘটলেও অনুপস্থিত ছিল ১৭ জন পরীক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার মোট ২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে এইচএসসি ১ হাজার ৪৫৫ জন। আলিম ২৬৪ জন ও এইচএসসি (ভকেশনাল) ৮৫৫ জন পরীক্ষার্থী। উপজেলার মোট ৬টি পরীক্ষা কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এইচএসসি ৩টি কেন্দ্রে, আলিম ১টি কেন্দ্রে এবং এইচএসসি (ভোক.) ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহ জানান, উপজেলায় শুরুর দিনের এইচএসসি সমমান পরীক্ষা সুন্দর, সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীসহ পরীক্ষা সংশ্লিষ্ট সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে। তিনি আরও জানান, এবারের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। তবে এইচএসসি তে ১২ জন, আলিম পরীক্ষায় ২ জন, এইচএসসি (ভোক) ৩ জনসহ মোট ১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত