Ajker Patrika

পুরোনোয় আস্থা আওয়ামী লীগের

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৮: ১৮
পুরোনোয় আস্থা আওয়ামী লীগের

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পুরোনো প্রার্থীদের ওপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ। গত নির্বাচনে ১২টি ইউনিয়নের আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে আসন্ন নির্বাচনে ১০ প্রার্থীকেই নৌকার টিকিট দিয়েছে দলটি।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই প্রেক্ষিতে গত ২২ অক্টোবর তফসিল ঘোষণর পর ২৩ ও ২৪ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে ১২টি ইউনিয়নের মোট ৯৩ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। এরপর তাদের নাম জেলায় পাঠানো হয়। সেখান থেকে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম পাঠানো হয়। দলীয় কার্যালয়ে যাচাই বাছাই শেষে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ থেকে উপজেলার ১২টি ইউনিয়নে মনোনয়ন প্রাপ্তরা হলেন-পোড়াগাঁও ইউনিয়নে বন্ধনা চাম্বুগং, নন্নী ইউনিয়নে মো. বিল্লাল হোসেন চৌধুরী, রাজনগর ইউনিয়নে বিপ্লব কুমার বর্মণ, নয়াবিল ইউনিয়ন মো. নূর ইসলাম, রামচন্দ্রকুড়া ইউনিয়নে মো. আমান উল্লাহ, কাকরকান্দি ইউনিয়নে মো. শহীদ উল্লাহ তালুকদার, নালিতাবাড়ী ইউনিয়নে মো. আসাদুজ্জামান, রূপনারায়নকুড়া ইউনিয়নে মো. মিজানুর রহমান, মরিচপুরান ইউনিয়নে খন্দকার মো. শফিকুল ইসলাম শফিক, যোগানিয়া ইউনিয়নে মো. আব্দুল লতিফ, বাঘবেড় ইউনিয়নে মো. আব্দুস সবুর ও কলসপাড় ইউনিয়ন থেকে মো. আবুল কাসেম।

আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ৪ নভেম্বর বাছাই, ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৮ নভেম্বর ভোট গ্রহণের তারিখ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্র থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের পক্ষেই আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাজ করবেন। আশা করি দলের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী নির্বাচন করবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত