Ajker Patrika

মুগ্ধতা ছড়িয়ে পড়শীর অভিনয়

মুগ্ধতা ছড়িয়ে পড়শীর অভিনয়

গত বছর ‘মারিয়া ওয়ান পিস’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেন কণ্ঠশিল্পী পড়শী। তাঁর বিপরীতে ছিলেন কলকাতার ঋষি কৌশিক। এর পর থেকে গানের পাশাপাশি অভিনয়েও সময় দিচ্ছেন পড়শী। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে পড়শীর নতুন নাটক ‘ভালোবাসার তিন দিন’। মুক্তির পর থেকেই নেট মাধ্যম কাঁপাচ্ছে নাটকটি। ইউটিউব ট্রেন্ডিংয়ের দ্বিতীয় স্থানে থাকা নাটকটি ইতিমধ্যে ৩৫ লাখের বেশি বার দেখা হয়েছে।

মহিদুল মহিমের পরিচালনায় ‘ভালোবাসার তিন দিন’ নাটকে পড়শীর বিপরীতে রয়েছেন জোভান। এটি এই জুটির দ্বিতীয় নাটক। তাঁদের ‘লাভ স্টেশন’ নাটকটিও দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছিল।

নাটকটি নিয়ে পড়শী বলেন, ‘যখন শুটিং করেছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম ভালো কিছু হতে চলেছে। কিন্তু এত অল্প সময়ে এত সাড়া পাব ভাবিনি। দর্শকের কাছ থেকে ইতিবাচক মন্তব্যও পাচ্ছি। দর্শকদের এমন ভালোবাসা পেলে ভালো কাজ করার তাগিদটা আরও বেড়ে যায়। নাটকের গানগুলোও পছন্দ করেছে দর্শক।’

জোভানের সঙ্গে পড়শীজোভানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে পড়শী বলেন, ‘এখন পর্যন্ত জোভান ভাইয়ের সঙ্গেই বেশি কাজ হয়েছে। সহশিল্পী হিসেবে তিনি কো-অপারেটিভ। আমি ভুল করলে কিংবা ঠিকভাবে এক্সপ্রেশন দিতে না পারলে তিনি ধরিয়ে দেন। তিনি সাপোর্টিভ না হলে আমার জন্য কষ্ট হয়ে যেত।’

আসন্ন রোজার ঈদের নাটকেও দেখা যাবে এ জুটিকে। ঈদ উপলক্ষে এ পর্যন্ত তিনটি নাটকের কাজ শেষ করেছেন পড়শী। এর মধ্যে দুটি নাটকে তাঁর সঙ্গে রয়েছেন জোভান, অন্যটিতে রয়েছেন ইয়াশ রোহান।

ঈদে নাটকের পাশাপাশি নতুন গান নিয়েও আসছেন পড়শী। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকে নিয়মিত কাজ করলেও গানই আমার আসল জায়গা। ঈদ উপলক্ষে বেশ কিছু গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। গানগুলো তৈরি হলেই এ ব্যাপারে বিস্তারিত জানাব। সেই সঙ্গে ইউটিউবে আমার চ্যানেলে এক এক করে প্রকাশ করব গানগুলো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত