Ajker Patrika

পাথরঘাটায় করোনার টিকাসংকট

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১২: ২৩
পাথরঘাটায় করোনার টিকাসংকট

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার সংকট দেখা দিয়েছে। এ কারণে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে টিকা নিতে আসা লোকজন পড়েছেন বিপাকে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রমেও টিকার সংকট দেখা গেছে বলে জানা গেছে।

গতকাল শনিবার সকালে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রগুলো তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, গত দুদিন আগেই টিকার সংকট দেখা দিয়েছে।

রেজিস্ট্রেশন এসএমএস অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে টিকা নিতে কেন্দ্রের সামনে টিকা গ্রহণ করতে এসে কেন্দ্র তালাবদ্ধ দেখতে পান টিকা গ্রহণ করতে আসা লোকজন। এরা উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে তিন-চার শ টাকা খরচ করে টিকা নিতে এসেছেন। কিন্তু টিকা সংকট থাকায় তারা আবার বাড়িতে ফিরে যাচ্ছে।

কালমেঘা ইউনিয়ন থেকে আসা রাহেলা বেগম বলেন, ‘দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার তারিখ ছিল গত শুক্রবার। সরকারি বন্ধ থাকায় শনিবার সকালে এসে জানতে পারি হাসপাতালে টিকার সংকট।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, গত ৩০ সেপ্টেম্বর থেকেই পাথরঘাটায় টিকার সংকট রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দুএকদিনের মধ্যে সংকট কেটে যাবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত