Ajker Patrika

উত্ত্যক্তের প্রতিবাদ করে শিক্ষকসহ আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৪
উত্ত্যক্তের প্রতিবাদ করে শিক্ষকসহ আহত ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনার টিকা দিতে আসা শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন স্কুলশিক্ষক ও অফিস সহকারী। এ নিয়ে গত মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন লাঞ্ছিত শিক্ষক। ওই দিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।

আহত উপজেলার মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষকের নাম সাজিদুল ইসলাম ও অফিস সহকারীর নাম জাহিদুল ইসলাম।

অভিযোগে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয় মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীসহ সহকারী শিক্ষক সাজিদুল ইসলাম ও অফিস সহকারী জাহিদুল ইসলাম। টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ পৌর এলাকার দেওয়ান জাইগীর মহল্লার শিমুল (২৬) ও হিমেল (২৫) শিক্ষার্থীদের উত্ত্যক্ত করেন। এ সময় উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাজিদুল ও জাদিল ইসলামের ওপর হামলা চালিয়ে জখম করেন তাঁরা। পরে আট-নয়জন যুবক ঘটনাস্থলে এসে তাঁদের আরও মারধর করেন এবং হুমকি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে চলে যান। বিষয়টি জানতে পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে চিকিৎসা দেন।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, দোষীদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। তবে এ ঘটনায় থানায় মামলা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল-রাব্বি বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত