Ajker Patrika

কৃষক লীগের শোভাযাত্রা

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ৪০
কৃষক লীগের শোভাযাত্রা

ফরিদপুরে ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মুজিব সড়ক হয়ে প্রেসক্লাব গিয়ে এ শোভাযাত্রা শেষ হয়। পরে জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাবে আলোচনা সভা হয়েছে। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনিষ রায়, ফরিদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণ, কৃষক লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য শেখ আক্তার হোসেন, জেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা সবিতা বৈরাগী, আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক বিধান কুমার বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, করোনার সময় যেন কৃষকের কোনো ক্ষতি না হয় সে জন্য প্রধানমন্ত্রী কৃষিঋণ ঘোষণা করেছেন। বিনা মূল্যে কৃষকের ধান কেটে দেওয়া হয়েছে। সমস্ত প্রকার সার ভর্তুকি মূল্যে সরবরাহ করা হচ্ছে। যাতে কৃষক উৎপাদন ঠিক রাখতে পারে।

বক্তারা আরও বলেন, দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটা কুচক্রী মহল সরকারের উন্নয়নমূলক কার্যক্রমকে ব্যাহত করার নীল নকশায় ব্যস্ত রয়েছেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত