Ajker Patrika

জাতির পিতার জন্মদিনে নানা আয়োজন

জাতির পিতার জন্মদিনে নানা আয়োজন

আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। দিনটিকে একই সঙ্গে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবেও উদ্‌যাপন করা হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী থাকছে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। 

টিভি অনুষ্ঠান
বিটিভি 
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। অনুষ্ঠানসূচিতে রয়েছে শিশুতোষ অনুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান, আবৃত্তির অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান ইত্যাদি। 

চ্যানেল আই 
সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’তে রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার পরিবেশনায় থাকছে বঙ্গবন্ধুর প্রিয় গান। বেলা ৩টা ৫ মিনিটে মাতিয়া বানু শুকুর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘পিতৃছায়া’। বিকেল ৫টা ২০ মিনিটে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় দেশ-বিদেশে রান্নার বিশেষ পর্ব ‘বঙ্গবন্ধুর প্রিয় খাবার’। বিকেল ৫টা ৪৫ মিনিটে ড. আতিউর রহমানের সঞ্চালনায় বঙ্গবন্ধু সম্পর্কে দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক কথা বলবেন ‘নান্দনিক বঙ্গবন্ধু’ অনুষ্ঠানে। 

বৈশাখী টিভি 
সকাল ৭টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান ‘জন্মভূমি’। রাত সাড়ে ৮টায় প্রচার হবে নাটক ‘চেতনায় মুজিব’। চিত্রনাট্য ও পরিচালনায় আকাশ রঞ্জন। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তন্ময় সোহেল, আশরাফ কবির প্রমুখ। 

দীপ্ত টিভি 
বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে প্রামাণ্যচিত্র ‘‌পিতার নিবাস’। প্রামাণ্যচিত্রে বঙ্গবন্ধু সপরিবারে কোথায় কোথায় ছিলেন সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে । গবেষক ও প্রযোজনায় ব্রাত্য আমিন ।

মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর বিশেষ তথ্যচিত্র ‘শৈশবে বঙ্গবন্ধু’। পরিকল্পনা ও উপস্থাপনা রাশেদ আহমেদ। 

বাংলাভিশন
সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘আমাদের বাতিঘর’। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেনিন। অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছেন আবৃত্তিশিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

অন্যান্য আয়োজন
শিল্পকলায় দিনব্যাপী আয়োজন  
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সকাল ৮টায় ধানমন্ডি ৩২-এ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টায় একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হবে ‘শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা’। বেলা ৩টায় জাতীয় চিত্রশালায় চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় সেমিনার, সাড়ে ৫টায় আনন্দ শোভাযাত্রা এবং সন্ধ্যা ৬টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ফিল্ম আর্কাইভে আয়োজন
জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আগারগাঁওয়ের জাতীয় ফিল্ম আর্কাইভে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হবে সকাল ৯টায়। থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত