Ajker Patrika

বাঘিয়া-কালীবাড়ি রাস্তা খানাখন্দে বেহাল

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১০: ৩৮
বাঘিয়া-কালীবাড়ি রাস্তা খানাখন্দে বেহাল

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বাঘিয়া বাজার থেকে কালীবাড়ি পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। খানাখন্দে সড়কটি গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, রাস্তাটি দ্রুত মেরামত করে গাড়ি চলাচলের উপযোগী করা হোক।

বাঘিয়া বাজার থেকে কালীবাড়ি যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটির বিভিন্ন জায়গা ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। রাস্তার পাশ ঘেঁষে রয়েছে একটি খাল। সেই খাল দিয়ে বড় নৌকা ও ট্রলার চলাচল করে। সেই খালের ঢেউয়ে কারণে রাস্তায় ভাঙন সৃষ্টি হয়। খালের পাশেই রয়েছে একটি কোল্ডস্টোরেজ। স্টোরেজের আলুর ট্রলি, ট্রাক যাওয়া-আসা করে এই সড়কে। পুরা বাজার বেইলি সেতুটি ভেঙে যাওয়ায় বিকল্প সড়ক হিসেবে এর ব্যবহার ভাঙন আরও ত্বরান্বিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা সুমন মৃধা বলেন, ‘ওপরের পিচ ঢালাই উঠে পুরো রাস্তাটিতে খানাখন্দ সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় সড়ক কাঁচা রাস্তায় পরিণত হয়েছে।’

যশলং ইউপি চেয়ারম্যান আলমাস চোকদার বলেন, সড়কটি অতিমাত্রায় ভেঙে গেছে। জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করা প্রয়োজন।

টঙ্গিবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম বলেন, ‘সড়কটির জন্য টেন্ডার আবেদন করা হয়েছে। আগামী অর্থবছরে কাজটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত