ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
কৃষি ভর্তুকি কার্ড ও জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও ইউরিয়া সার কিনতে পারছেন না কৃষকেরা। অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না সার। এতে মাঠের ধান নষ্ট
হয়ে যাচ্ছে তাঁদের। ভরা মৌসুমে ডিলার ও খুচরা ব্যবসায়ীদের দোকানে ঘুরে ঘুরে সার না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা।
এমন পরিস্থিতি নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের ফতেপুর বাজার এলাকায়।ডিলাররা বলছেন, ওপর থেকে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় কৃষকদের মধ্যে বিতরণ করতে গিয়ে দ্রুত শেষ হয়ে গেছে।
গত শনিবার সকালে উপজেলার ফতেপুর বাজার এলাকায় সরেজমিনে দেখা গেছে, স্থানীয় সার ডিলার তহির এন্টারপ্রাইজে সকাল থেকে সার কিনতে ভিড় জমান কৃষকেরা। এ সময় কৃষকদের কাছে ১ হাজার ১০০ টাকায় সারের বস্তা বিক্রি করতে দেখা যায়। তবে সারের সংকট ও বিতরণে ধীরগতির কারণে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অন্যদিকে দুপুর পর্যন্ত অপেক্ষায় থেকে সার না পেয়ে অনেক কৃষককে হতাশ হয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুচরা ও পাইকারি বাজারে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার অতিরিক্ত টাকা দিয়েও কিনতে পারছেন না তাঁরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় বিসিআইসি ডিলার রয়েছেন ১১ ও বিএডিসি ডিলার ২২ জন। সেপ্টেম্বর মাসে ইউরিয়া ৩২৮ মেট্রিক টন, টিএসপি ৩০ মেট্রিক টন, ডিএপি ২২৬ মেট্রিক টন ও এমওপি ১১৩ মেট্রিক টন বরাদ্দ পাওয়া গেছে। এ ছাড়া অতিরিক্ত বরাদ্দ হিসেবে ইউরিয়া ৮৭ মেট্রিক টন ও এমওপি ৮৭ মেট্রিক টন সার পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।
আড়ানগর ৪ নম্বর ওয়ার্ডের কৃষক রমজান আলী জানান, তিনি সকাল ৭টা ইউরিয়া সার কিনতে এসেছেন। দুপুর ১২টা বাজে, তবু সার কিনতে পারেননি।
বৃদ্ধ কৃষক সারোয়ার আক্ষেপ করে বলেন, ‘বিষ দেন খাই, আর সার নিতে আসব না।’ লো প্রেশার নিয়ে সকাল থেকে দাঁড়িয়ে থেকেও সার না পাওয়ার অভিযোগ করেন তিনি।
সার-সংকটের সত্যতা নিশ্চিত করে ডিলার মোফাক খারুল ইসলাম বলেন, তাঁর ৯টি ওয়ার্ডের কয়েক হাজার লোকের মধ্যে ৪০০ বস্তা সার বিতরণ করতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। দু-এক দিনের মধ্যে বরাদ্দ করা বাকি ১৮ টন সার হাতে পেলে সারের যে সমস্যা রয়েছে, কিছুটা হয়তো সমাধান হবে।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। অনেক কৃষক ভবিষ্যতে আলু, বোরো ও সরিষা চাষাবাদের জন্য অগ্রিম সার সংগ্রহ করায় কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত বরাদ্দের ইউরিয়া ৮৭ মেট্রিক টন ও এমওপি ৮৭ মেট্রিক টন সার পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে বিতরণ করা শেষ হলে সারের এই সংকট আর থাকবে না।
কৃষি ভর্তুকি কার্ড ও জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও ইউরিয়া সার কিনতে পারছেন না কৃষকেরা। অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না সার। এতে মাঠের ধান নষ্ট
হয়ে যাচ্ছে তাঁদের। ভরা মৌসুমে ডিলার ও খুচরা ব্যবসায়ীদের দোকানে ঘুরে ঘুরে সার না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা।
এমন পরিস্থিতি নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের ফতেপুর বাজার এলাকায়।ডিলাররা বলছেন, ওপর থেকে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় কৃষকদের মধ্যে বিতরণ করতে গিয়ে দ্রুত শেষ হয়ে গেছে।
গত শনিবার সকালে উপজেলার ফতেপুর বাজার এলাকায় সরেজমিনে দেখা গেছে, স্থানীয় সার ডিলার তহির এন্টারপ্রাইজে সকাল থেকে সার কিনতে ভিড় জমান কৃষকেরা। এ সময় কৃষকদের কাছে ১ হাজার ১০০ টাকায় সারের বস্তা বিক্রি করতে দেখা যায়। তবে সারের সংকট ও বিতরণে ধীরগতির কারণে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অন্যদিকে দুপুর পর্যন্ত অপেক্ষায় থেকে সার না পেয়ে অনেক কৃষককে হতাশ হয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুচরা ও পাইকারি বাজারে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার অতিরিক্ত টাকা দিয়েও কিনতে পারছেন না তাঁরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় বিসিআইসি ডিলার রয়েছেন ১১ ও বিএডিসি ডিলার ২২ জন। সেপ্টেম্বর মাসে ইউরিয়া ৩২৮ মেট্রিক টন, টিএসপি ৩০ মেট্রিক টন, ডিএপি ২২৬ মেট্রিক টন ও এমওপি ১১৩ মেট্রিক টন বরাদ্দ পাওয়া গেছে। এ ছাড়া অতিরিক্ত বরাদ্দ হিসেবে ইউরিয়া ৮৭ মেট্রিক টন ও এমওপি ৮৭ মেট্রিক টন সার পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।
আড়ানগর ৪ নম্বর ওয়ার্ডের কৃষক রমজান আলী জানান, তিনি সকাল ৭টা ইউরিয়া সার কিনতে এসেছেন। দুপুর ১২টা বাজে, তবু সার কিনতে পারেননি।
বৃদ্ধ কৃষক সারোয়ার আক্ষেপ করে বলেন, ‘বিষ দেন খাই, আর সার নিতে আসব না।’ লো প্রেশার নিয়ে সকাল থেকে দাঁড়িয়ে থেকেও সার না পাওয়ার অভিযোগ করেন তিনি।
সার-সংকটের সত্যতা নিশ্চিত করে ডিলার মোফাক খারুল ইসলাম বলেন, তাঁর ৯টি ওয়ার্ডের কয়েক হাজার লোকের মধ্যে ৪০০ বস্তা সার বিতরণ করতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। দু-এক দিনের মধ্যে বরাদ্দ করা বাকি ১৮ টন সার হাতে পেলে সারের যে সমস্যা রয়েছে, কিছুটা হয়তো সমাধান হবে।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। অনেক কৃষক ভবিষ্যতে আলু, বোরো ও সরিষা চাষাবাদের জন্য অগ্রিম সার সংগ্রহ করায় কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত বরাদ্দের ইউরিয়া ৮৭ মেট্রিক টন ও এমওপি ৮৭ মেট্রিক টন সার পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে বিতরণ করা শেষ হলে সারের এই সংকট আর থাকবে না।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫