Ajker Patrika

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৫: ৩৩
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’

আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৬ নম্বর আমলা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান সুমন।

গত রোববার সন্ধ্যায় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থীর জনসভায় যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এ সময় মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, আমলা ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী একরামুল রেজাসহ (সাবান জোয়ারদার) উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও আসাদুজ্জামান সুমনের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান সুমন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেন, ‘নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত ভুল ছিল। আমি ২০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। তাই দলের প্রতি আনুগত্য প্রকাশ করে মাটি ও মানুষের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংসদ মাহাবুবউল আলম হানিফ এবং মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের নির্দেশে নৌকার প্রার্থী একরামুল রেজার (সাবান জোয়ারদার) প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সকল প্রকার প্রচার প্রচারণা থেকে নিজেকে গুটিয়ে নিলাম।’ একই সঙ্গে নৌকার প্রার্থীর পক্ষে এখন থেকেই কাজ করার ঘোষণা দেন তিনি।

আসাদুজ্জামান সুমন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত