Ajker Patrika

নিশো আসছেন আইনজীবী হয়ে

নিশো আসছেন আইনজীবী হয়ে

গণ্ডিতে আটকে না থেকে বারবার নিজেকে ভেঙে দর্শকের সামনে হাজির হন আফরান নিশো। এবার এই অভিনেতা আসছেন আইনজীবী হয়ে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’-তে আইনজীবীর চরিত্রে দেখা মিলবে নিশোর।

ইয়াসির আল হকের পরিচালনায় সিরিজটির গল্প আইনজীবী রেজাকে নিয়ে। রেজার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাওয়ার আগের রাতে তার জীবন একটি জটিল মোড় নেয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

সিরিজটি নিয়ে নির্মাতা ইয়াসির আল হক বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। সাড়ে ষোল সিরিজটি একেবারেই আমার কমফোর্ট জোনের বাইরে ছিল, আর সে কারণেই আমি সিরিজটি দিয়ে আমার ওটিটি-যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, সিরিজটি আমাদের এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দর্শকরাও সাড়ে ষোল নম্বর ফ্লোরে আটকে যাবেন। সিরিজের টিজার বা ট্রেলার রিলিজের পর এই সাড়ে ষোল ব্যাপারটা দর্শকদের কাছে পরিষ্কার হয়ে যাবে।’

আফরান নিশো বলেন, ‘রেজা একজন বুদ্ধিমান ও সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। এটি এমন একটি চরিত্র যা আমাকে খুব আকর্ষণ করেছে। আমাকে রেজা হিসেবে দেখার পর দর্শকদের কী প্রতিক্রিয়া হয়, তা জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এ সিরিজে আর কারা অভিনয় করেছেন তা জানাননি নির্মাতা। শিগগিরই তাঁদের নাম জানানো হবে। আগামী ১৭ আগস্ট থেকে হইচইয়ে দেখা যাবে সাড়ে ষোল।

এদিকে গত কোরবানির ঈদে ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে নিশোর। রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমায় 
নিশোর অভিনয় প্রশংসিত হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও মুক্তি পেয়েছে নিশোর প্রথম সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত