Ajker Patrika

ছয় মাসেও মেলেনি টিকার দ্বিতীয় ডোজ

চারঘাট প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩: ২০
ছয় মাসেও মেলেনি টিকার দ্বিতীয় ডোজ

রাজশাহীর চারঘাটে করোনাভাইরাসের অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেওয়া প্রায় সাড়ে তিন হাজার মানুষের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রথম ডোজ গ্রহণের চার থেকে ছয় মাস অতিবাহিত হলেও দ্বিতীয় ডোজ পাননি তাঁরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চারঘাটে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৯ হাজার ৯৯০ জন। এর মধ্যে দ্বিতীয় ডোজ টিকা এখন পর্যন্ত দেওয়া শেষ হয়েছে ৭০ হাজার ৯৫৭ জনের। দ্বিতীয় ডোজ পেতে যারা বাকি আছেন, তাঁদের পর্যায়ক্রমে টিকা দেওয়া হচ্ছে, যার অধিকাংশই সিনোফার্মার টিকা। কিন্তু প্রায় চারমাস যাবৎ অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ বন্ধ রয়েছে। এ জন্য সিনোফার্মার দ্বিতীয় ডোজের টিকা চলমান থাকলেও অ্যাস্ট্রাজেনেকার টিকাদান বন্ধ রয়েছে। হিসাব অনুযায়ী, উপজেলায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া বাকি রয়েছে ৩ হাজার ৪৩০ জনের।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুদ নেই। এজন্য অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ রয়েছে। দীর্ঘ সময় পর দ্বিতীয় ডোজ টিকা নিলে কোনো সমস্যা হবে না। টিকা আনার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, খুব দ্রুত চালান চলে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত