Ajker Patrika

খুলনার শ্রেষ্ঠ জয়িতা তালার শামসুন নাহার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৩০
খুলনার শ্রেষ্ঠ জয়িতা  তালার শামসুন নাহার

সরকারের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থবছরে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরিতে খুলনা বিভাগে প্রথম হয়েছেন সাতক্ষীরার তালার শামসুন নাহার। গত বুধবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ অর্জনের জন্য সার্টিফিকেট, ক্রেস্ট, উত্তরীয় ও নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী প্রফেসর শামসুন নাহার তালা সদর ইউনিয়নের জাতপুর গ্রামের মৃত সামছুর রহমান মোড়লের কন্যা। তিনি খুলনা বিএল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘তালার শামসুন নাহার খুলনা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। এটি তালার নারীদের জন্য দারুণ এক অনুপ্রেরণা। এ জন্য তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন। অধ্যক্ষের পদ থেকে কর্মজীবন শেষ করলেও এখনো তিনি নারীদের জন্য কাজ করে যাচ্ছেন।’

তিনি আরও জানান, ইউনিয়ন, জেলা, বিভাগের শ্রেষ্ঠত্বের পর এবার তিনি লড়বেন জাতীয় পর্যায়ে।

এ বিষয়ে শামসুন নাহার বলেন, তৎকালীনর ৫০ ও ৬০ দশকের সময়ে গ্রামীণ অর্থনীতি ছিল ভঙ্গুর, আর্থসামাজিক অবস্থা ছিল নাজুক। ২-৪টি পরিবার ব্যতীত গ্রামের প্রায় সকলের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত দুর্বল। গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল অনুন্নত। মানুষের চিন্তা-ভাবনা ছিল অনগ্রসর। প্রচলিত ছিল বাল্য বিবাহ, পর্দা প্রথা ছিল সক্রিয়। নারীদের প্রতি গ্রামীণ সমাজের দৃষ্টিভঙ্গি ছিল রক্ষণশীল।

তিনি আরও জানান, অল্প বয়সে দেখা তাঁর বড় বোনের প্রতি অবিচার, গ্রামের অন্যান্য নারীর প্রতি বৈষম্য, পুরুষতান্ত্রিক মানসিকতা তাঁকে আহত ও সর্বদা তাড়িত করে। যা ওই সময়ের সকল প্রতিবন্ধকতাকে জয় করে তাঁকে লেখাপড়া করার জন্য উদ্বুদ্ধ করে। শুরু হয় নিজের মধ্যে এক ধরনের নীরব লড়াই এবং লেখাপড়া করার জেদ। নানা টানাপোড়েনের মধ্য দিয়ে তিনি লেখাপড়া শেষ করে ১৯৮১ সালে তালা কলেজে প্রভাষক পদে যোগদান করেন। সর্বশেষ তিনি খুলনা বিএল কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন।

এদিকে তিনি শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খুলনা বিভাগে প্রথম হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত