Ajker Patrika

বড়শিতে ধরা পড়ল ১৩ কেজির গজার

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৬: ২১
বড়শিতে ধরা পড়ল ১৩ কেজির গজার

বরগুনায় এক শিকারির বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি গজার মাছ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদরের চেয়ারম্যান বাজার এলাকার খালে কামাল হোসেনের বড়শিতে মাছটি ধরা পড়ে।

কামাল হোসেন জানান, তিনি পেশায় চাকরিজীবী। মাছ ধরা তাঁর একপ্রকার নেশা। এ কারণে প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে মাছ শিকার করতে যান তিনি। গত বৃহস্পতিবার সকালে মাছ ধরতে বরগুনার বুড়িরচর ইউনিয়নের সোনাখালী এলাকায় যান। সকাল থেকে বড়শিতে কোনো মাছ না পাওয়ায় সন্ধ্যার পর চেয়ারম্যান বাজারে যান তিনি। সেখানে খালে ছিপ ফেলেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁর বড়শিতে ১৩ কেজি ওজনের একটি গজার মাছ ধরা পরে।

কামাল হোসেন বলেন, ‘এ প্রজাতির মাছ এখন আর দেখা যায় না।’

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘গজার জিয়ল গোত্রীয় মাছ। এ মাছ এখন খুব কম ধরা পরে। বাজারে এই মাছের বিক্রিও তেমন হয় না। তবে বাজারে এই মাছের প্রচুর চাহিদা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত