Ajker Patrika

দ্রুত অর্থ ছাড়ের তাগিদ

হোসাইন আহমদ, শান্তিগঞ্জ
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৩
দ্রুত অর্থ ছাড়ের তাগিদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ফসল রক্ষা বাঁধ নির্মাণে ৫৬টি পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সদস্যরা প্রথম বিলের ২৫ শতাংশ টাকা পেয়েছেন।

তবে দ্বিতীয় বিল না পাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। আর সময় মতো দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ায় শান্তিগঞ্জ উপজেলার ৫৬টি প্রকল্পের ফসল রক্ষা বাঁধের কাজ চলছে ধীরগতিতে। নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করতে গিয়ে তাঁদের অনেককে ধার-দেনা করতে হয়েছে।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ছোট-বড় হাওরের মধ্যে খাইর হাওর, জামখলার হাওর, খাই হাওর, কাউয়াজুরী হাওর, ডেকার হাওর, কাচির ভাঙ্গা হাওর, সাংহাই হাওরগুলি সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধিনে এবং প্রতি বছর হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে আসছে পানি উন্নয়ন বোর্ড।

চলতি বছরে এসব হাওরে ২৮ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের সংখ্যা মোট ৫৬ টি। এ সব প্রকল্পের মোট বরাদ্দের পরিমান ধরা হয়েছে ৮ কোটি ১১ লাখ টাকা। চার কিস্তিতে প্রকল্পে বাস্তবায়ন কমিটিকে (পিআইসি) টাকা পরিশোধ করার কথা রয়েছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড পিআইসি কমিটির কাছে প্রথম কিস্তি বাবদ প্রায় ২ কোটি টাকা পরিশোধ করেছে। প্রথম কিস্তির টাকা দিয়ে পিআইসি কমিটির লোকজন ইতিমধ্যে ৫০ থেকে ৬০ ভাগ ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করেছেন। পানি উন্নয়ন বোর্ড দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করলে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে।

শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের ১৮ নম্বর পিআইসি কমিটির সভাপতি ও শ্যামনগর গ্রামের বাসিন্দা হিরণ মিয়া বলেন, ফসল রক্ষা বাঁধের অবশিষ্ট কাজ করতে এখন তৃতীয় পার্টির কাছ থেকে সুদের টাকা আনতে হবে।

শান্তিগঞ্জ উপজেলার খাও হাওরের ২২ নম্বর পিআইসি কমিটির সভাপতি ও দুর্বাকান্দা গ্রামের সাইদুর রহমান বলেন, সময়মতো শ্রমিক না পাওয়ায় মেশিন দিয়ে মাটি কেটে প্রতি ঘন্টায় বিল পরিশোধ করতে হয়েছে। এখন বাঁধের কাজ সম্পন্ন করতে টাকার প্রয়োজন। প্রথম কিস্তির টাকা অনেক আগেই শেষে হয়ে গেছে।

গত বছরের ১৫ ডিসেম্বর হাওরের ফসল রক্ষা বাঁধের একটি প্রকল্পের কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। প্রথম কিস্তি বাবদ বরাদ্দ প্রায় কোটি টাকা পিসআইসি কমিটির লোকজনদের কাছে বিতরণ করা হয়েছে। কাজ শেষ হওয়ার কথা ২৮ ফেব্রুয়ারী। তবে অর্থের অভাবে পিআইসি কমিটির লোকজন ফসল রক্ষা বাঁধ দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করতে পারছেন না।

শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক ও ডুংরিয়া গ্রামের বাসিন্দা হোসাইন আহমদ বলেন, ১ কিস্তির টাকা দিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণের তদারকী করছে প্রশাসন। বিষয়টি অত্যন্ত অমানবিক।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান বলেন, পিআইসি কমিটির লোকজনদের দ্রুত সময়ের মধ্যে বিল দিতে সংশ্লিষ্ট দপ্তরে তাগিদ দেয়া হয়েছে।

পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সামছুদ্দোহা বলেন, নির্মানাধীন ফসলরক্ষা বাঁধের দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের জন্য অর্থ মন্ত্রনালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত দ্বিতীয় কিস্তির টাকা চলে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত