Ajker Patrika

২০ মাস পর উদ্ধার হলেন সেই শারমিন

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩০
২০ মাস পর উদ্ধার   হলেন সেই শারমিন

কথিত অপহরণের শিকার সাতক্ষীরার গৃহবধূ শারমিন সুলতানাকে উদ্ধার করেছে পুলিশের তদন্তকারী সংস্থা পিবিআই। গত সোমবার রাত পৌনে একটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদরের মাসুমা গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়।

তবে উদ্ধারের পর শারমিন গতকাল মঙ্গলবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইয়াসমিন নাহারের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি অপহৃত হননি বলে জানিয়েছেন।

তিনি আরও জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় পরিচিত এক লোকের মাধ্যমে তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় এতদিন কাজ করতেন। শারমিন সুলতানা সাতক্ষীরা শহরের পলাশপোলের হামিজউদ্দিন হাওলাদারের মেয়ে ও ইটাগাছার হাবিবুর রহমানের স্ত্রী।

সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ জানুয়ারি থেকে শারমিন সুলতানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শারমিন সুলতানার বাবা হামিজউদ্দিন হাওলাদার বাদী হয়ে ২৩ জানুয়ারি জামাতা হাবিবুর রহমান ও কুকরালির কবিরাজ ফয়জুর রহমানসহ ছয়জনের নামে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক হাবিবুর রহমান আট মাস পর গত বছরের ৮ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি শারমিন উদ্ধার না হওয়ার বিভিন্ন কারণ তুলে ধরেন।

এরপর হামিজউদ্দিন হাওলাদার ওই মামলা প্রত্যাহার করে গত বছরের জুলাই মাসে হাবিবুর রহমান ও ফয়জুর রহমানসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ মামলা করেন।

এরপর পুলিশ সদর দপ্তরের নির্দেশে গত বছরের ১৮ অক্টোবর পিবিআইয়ের উপপরিদর্শক মোরশেদ আলম ওই মামলার তদন্তভার পান। তদন্তভার পেয়ে তিনি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শারমিনের অবস্থান নিশ্চিত করেন। এরই অংশ হিসেবে গত সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে শারমিন সুলতানাকে উদ্ধার করেন।

পিবিআইয়ের উপপরিদর্শক মোর্শেদ আলম জানান, শারমিনাকে কেউ অপহরণ বা পাচার করেনি এমন কথা স্বীকার করে তিনি মঙ্গলবার বিকেলে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইয়াসমিন নাহারের কাছে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত