Ajker Patrika

নির্বাচিত ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

পাবনা প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ২৫
নির্বাচিত ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ও নবনির্বাচিত ইউপি সদস্য সারুক হোসেন ছানুকে (৫১) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থীর ছেলে-ভাতিজা ও সমর্থকদের বিরুদ্ধে।

গত রোববার স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে এ হামলার শিকার হন তিনি। প্রথমে তাঁকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আহত ইউপি সদস্যের ছোট ভাই রিপন আলী মোল্লা বলেন, এবারের নির্বাচনে পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী আগাজ শেখ নির্বাচনের আগে থেকে তাঁদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। যাতে তাঁর ভাই নির্বাচন থেকে সরে দাঁড়ায়। তাঁর ভাই আগেও ইউপি সদস্য নির্বাচিত হয়েছিল, এবারও নির্বাচিত হয়েছেন।

রিপন আলী মোল্লা আরও বলেন, ‘ওরা আমার ভাইকে হত্যার জন্য এ হামলা করেছে। আগাজ শেখের চার ছেলে ও ভাতিজা সবাই মিলেই ফজরের নামাজের পরে আমার ভাইয়ের ওপর পরিকল্পিতভাবে এ হামলা করেছে। আমরা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দেখতে চাই।’

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। গত রোববার রাতে নির্বাচিত মেম্বারের চাচা ওয়াজেদ আলী মোল্লা বাদী হয়ে পরাজিত মেম্বার প্রার্থী আগাজ শেখকে প্রধান করে এবং কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। ঘটনা তদন্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

নির্বাচন জড়িয়ে যাচ্ছে অনৈক্যের জালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত