Ajker Patrika

সড়কের ওপর হাট, দুর্ভোগ

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ২৭
সড়কের ওপর হাট, দুর্ভোগ

সুনির্দিষ্ট কোনো স্থান না থাকায় রাঙামাটি সদর উপজেলায় হাট বসছে সড়কের পাশে। এতে নোংরা হচ্ছে পরিবেশ। ব্যাহত হচ্ছে মানুষ ও যান চলাচল।

খোঁজ নিয়ে জানা গেছে, বনরূপা এলাকার যে স্থানে বাজার বসে-তা পৌরসভার তালিকাভুক্ত নয়। এলাকাটি সম্পূর্ণ আবাসিক হিসেবে স্বীকৃত। প্রতিদিন ত্রিদিব নগর সড়কের দুপাশে বসছে বাজার। এতে জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে। সপ্তাহের প্রতি বুধ ও শনিবার এ সড়কে গাড়ি কিংবা হেঁটে যাতায়াত করা কষ্টসাধ্য।

এদিকে বুধ ও শনিবার সকালে হাট বসানো হচ্ছে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের কল্যাণপুর টিএনটি এলাকায়। হাট বসানোয় মহাসড়কে যানজট লেগে থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত।

রাঙামাটি পৌরসভার তথ্যমতে, এ পৌরসভায় তালিকাভুক্ত কোনো বাজার নেই। কল্যাণপুর বনরূপা বাজারগুলো পৌরসভা কিংবা বাজার ফান্ডের তালিকাভুক্ত নয়। ফুটপাতে বসানো হচ্ছে এসব কাঁচা সবজিবাজার, মাছের বাজার।

বনরূপা ছদক ক্লাবের সভাপতি প্রীতিময় চাকমা বলেন, ‘আমরা যাঁরা বনরূপার বলপেয়ে আদাম, শশী দেওয়ান পাড়া, ত্রিদিব নগরে বসবাস করছি, তাঁরা খুব কষ্টে থাকি। রাস্তায় ভালো পোশাক পরে বের হওয়া যায় না। রাস্তায় সব সময় ময়লা-আবর্জনা পড়ে থাকে।’

প্রীতিময় চাকমা আরও বলেন, বনরূপায় কোনো বাজার নেই। কিন্তু ত্রিদিব নগর সড়কটি দখল করে বাজার বসানো হচ্ছে। ছদক ক্লাবের পক্ষ থেকে এখানে বাজার না-বসানোর জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। তবুও বসানো হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়। রাস্তার পাশের দোকানের মালিকেরা তাঁদের প্লট থেকে ফুটপাত পর্যন্ত ভাড়া দিয়ে সড়কটি নিয়ে ব্যবসা করছেন বছরের পর বছর। এটি সম্পূর্ণ অবৈধ। তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। মূলত পৌরসভার বানানো ত্রিদিব নগর সড়কটি ভাড়া দিয়ে ব্যবসা করছেন সড়কের পাশে দোকান-প্লট মালিকেরা। এটা বন্ধ করতে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছে।

এদিকে দক্ষিণ কালিন্দীপুরে নিউমার্কেট এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটি কাঁচাবাজার রয়েছে। কিন্তু এটি দখল করে দীর্ঘদিন ধরে আসবাব নির্মাণকারীরা ব্যবহার করছেন। বর্তমানে বাজারটি আসবাব ব্যবসায়ীদের দখলে। এটি উদ্ধারের কোনো উদ্যোগ নেই। সংশ্লিষ্টরা বলছেন, এটি উদ্ধার করা গেলে রাঙামাটি শহরে যানজট কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে। একটি সুন্দর পরিবেশ চলে আসবে।

বৃহত্তম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবু সৈয়দ বলেন, ‘রাস্তা দখল করে কাঁচাবাজার বসানোর কারণে সব সময় ভিড় থাকে। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। জরুরি কোনো রোগী নেওয়া যায় না। এটা সরিয়ে অন্যত্র নেওয়া দরকার। বহুবার চেষ্টা করেও কোনো কাজ হয়নি।’

রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, পৌরসভায় সুনির্দিষ্ট কোনো বাজার নেই এটা ঠিক। উন্নয়ন বোর্ড তাদের বাজারটি উদ্ধার করে কাঁচাবাজারের ব্যবস্থা করে দিলে সবার জন্য ভালো হতো; কিন্তু করছে না। রাঙামাটি পৌরসভা দীর্ঘদিন ধরে বাজার বসানোর জন্য জায়গা খুঁজছে। কিন্তু এখন পর্যন্ত জায়গার সন্ধান মেলেনি। জায়গা পাওয়া গেলে রাস্তাঘাটে বাজার বসবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত