Ajker Patrika

চারঘাটে রাস্তার কাজ বন্ধ করল বিক্ষুব্ধ এলাকাবাসী

সনি আজাদ, চারঘাট 
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৭: ৫৪
চারঘাটে রাস্তার কাজ বন্ধ করল বিক্ষুব্ধ এলাকাবাসী

চারঘাটে নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারাভাবে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার কাজ বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার হলিদাগাছী আঞ্চলিক মহাসড়ক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভায়া বেলঘড়িয়া পর্যন্ত ৮ দশমিক ২২০ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ চলমান আছে। নির্মাণব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৭১ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে কামাল অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও মেসার্স হোসেন এন্টারপ্রাইজ জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

দরপত্র অনুযায়ী, ২০২০ সালের ২৮ জানুয়ারি কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা চলতি বছরের ৯ আগস্ট। শুরুর পর দীর্ঘদিন বন্ধ ছিল নির্মাণকাজ। নির্ধারিত সময়ে অর্ধেক কাজও শেষ হয়নি। বন্ধ থাকার পর ঠিকাদার নিম্নমানের ইটের সুরকি ফেলে কাজ শুরু করেন। বাধা দেন এলাকাবাসী। নিম্নমানের ইটের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় প্রকৌশল বিভাগকে একাধিকবার জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু ফল মেলেনি। গতকাল সকালে শ্রমিকেরা আবারও কাজ শুরু করলে এলাকাবাসী নিম্নমানের সামগ্রী ব্যবহার না করার জন্য বলেন। একপর্যায়ে এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হন ঠিকাদারের লোকজন।

স্থানীয় এখলাস উদ্দীন, মানিক মিয়া ও দেলবার হোসেন অভিযোগ করে জানান, প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। নির্ধারিত সময়ে রাস্তার ৫০ ভাগ কাজও শেষ হয়নি। এলাকাবাসী কাজ বন্ধ রাখার অনুরোধ করলে নির্মাণ শ্রমিকেরা চলে যান।

স্থানীয় ইউসুফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আলম রতন বলেন, ‘নিম্নমানের সামগ্রী ব্যবহার না করতে ঠিকাদারকে বারবার বলেছি। তিনি কর্ণপাত করছেন না। অবশেষে স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছেন।’

ঠিকাদার রশিদ আলী বলেন, ‘আমি বিটুমিন নিতে চট্টগ্রামে এসেছি। এ সুযোগে ভাটামালিক কিছু নিম্নমানের ইট পাঠিয়েছিল। স্থানীয়রা নিষেধ করায় কাজ বন্ধ রেখেছি। নতুন ইট এনে পুনরায় কাজ শুরু করব।’ তা ছাড়া রাস্তার কাজে অন্য কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন তিনি।

ওই রাস্তার কাজ দেখভালের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী খলিলুর রহমান বলেন, ‘নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় স্থানীয়রা কাজে আপত্তি জানিয়েছিলেন। ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। ভালো মানের সামগ্রী নিয়ে এলে পুনরায় কাজ শুরু হবে। এ কাজে অনিয়মের কোনো সুযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত