Ajker Patrika

সংস্কারের অভাবে বেহাল পাঁচগাঁও সড়ক

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৫: ৩৪
সংস্কারের অভাবে বেহাল পাঁচগাঁও সড়ক

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও যাওয়ার প্রধান সড়কটি দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। রাস্তাটির বেহাল অবস্থার পরও দীর্ঘদিন ধরে কোনো প্রকার সংস্কার হচ্ছে না। এতে এ পথে চলাচলকারীদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে।

সড়কটির পিচের ঢালাই উঠে গিয়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে অতি বৃষ্টির কারণে রাস্তার দুপাশের অনেক অংশ দেবে গেছে। উপজেলার হাসাইল, পাঁচগাঁও ও কলমার সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা এটি।

গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে ব্রিজের ঢালের অনেক অংশ ভেঙে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষকে এই পথ ধরে চলাচল করতে হচ্ছে। দিনের সময় কষ্ট করে যাতায়াত করা গেলেও রাতের সময় রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়। এ সড়কে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা জসিম বলেন, ‘রাস্তাটি আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটি ঠিক করা দরকার। তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে।’

পাঁচগাঁও ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য দুলাল রাঢ়ী বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামত না হওয়ার কারণেই এই অবস্থা। রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত