Ajker Patrika

স্কুলছাত্র তপুর হত্যাকারীদের শাস্তির দাবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ০৬
স্কুলছাত্র তপুর হত্যাকারীদের শাস্তির দাবি

চুয়াডাঙ্গায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে এসএসসি পরীক্ষার্থী তন্ময় আহমেদ তপুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে তপুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।

এতে অংশ নেন এলাকাবাসীও। মানববন্ধনে বক্তব্য দেন আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমির সভাপতি শহিদুল কদর জোয়ারদার, প্রধান শিক্ষক রিপন আলীসহ আরও অনেকে।

মানববন্ধনে শহিদুল কদর জোয়ারদার বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে দিনে দুপুরে ঢুকে তপুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু মূল আসামিরা এখনো ধরা পড়েননি। অবিলম্বে তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। না হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।

গত রোববার দুপুরে চুয়াডাঙ্গা শহরের আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের মধ্যে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে তন্ময় আহমেদ তপু নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। ওই দিন রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মাসুদুর রহমান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২-৩ জনের নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা করেন। এরই মধ্যে সুমন ওরফে রগ কাটাসুমন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত মঙ্গলবার আজকের পত্রিকাতে ‘সাতজনের নামে মামলা, গ্রেপ্তার ১’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত