কুমিল্লা প্রতিনিধি
আদর্শ সদর উপজেলায় ডোবা থেকে যুবকের মাথাবিহীন টুকরো অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার কালিরবাজার মনশাসন (দক্ষিণপাড়া) এলাকায় এই লাশ পাওয়া গেছে।
এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে কালিবাজারের শরৎনগর কাজী বাড়ি এলাকার পিকআপচালক কাজী সাইমন ইসলামের (২১) স্বজনেরা ঘটনাস্থলে আসেন। এ সময় দাদি রেহেনা বেগম, মামি লিপি আক্তারসহ অন্য স্বজনেরা লাশের পোশাক দেখে এটি সাইমনের বলে শনাক্ত করেন। তিনি গত ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সোমবার সকালে সদরের কালিরবাজার মনশাসন পূর্বপাড়া এলাকার এক ব্যক্তি ধানখেতের পাশের ডোবায় ঘাস ধুতে যান। এ সময় দুর্গন্ধ পেয়ে ডোবায় ভাসতে থাকা একটি প্লাস্টিকের বস্তা টান দেন। এতে বস্তার ভেতরে থাকা লাশের টুকরো দেখতে পান। পরে তিনি সেখান থেকে চলে যাওয়ার সময় ওই স্থান থেকে আনুমানিক ৫০০ গজ দূরে ধানখেতের পাশের আরেকটি ডোবায় কোমর থেকে দুই পা ও হাতের কয়েকটি টুকরো দেখতে পান। এসব দড়িতে প্যাঁচানো ছিল।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিমসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাশের টুকরোগুলো উদ্ধার করেন।
সাইমনের স্বজনেরা জানান, গত ১০ দিন আগে সৈয়দপুর এলাকায় বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হন সাইমন। পরে তিনি মোবাইল ফোনে মাকে সৈয়দপুর এলাকায় আছেন জানিয়ে বলেন, তাঁর বাড়িতে আসতে দেরি হবে।
পরদিন ভোরে সাইমনের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে সাইমনের বন্ধু পরিচয়ে একজন মাকে জানান, সৈয়দপুর এলাকা থেকে সাইমনকে খুঁজে নিয়ে যেতে। এরপর থেকে সাইমনের মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। কয়েক দিন পার হলেও সাইমনের খোঁজ না পেয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।
চাচা সাইফুল ইসলাম জানান, গত ২০ থেকে ২৫ দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় তাঁর বন্ধুদের সঙ্গে মারামারি হয়েছে বলে শুনেছি। তখন প্রতিপক্ষ তাঁকে গুম করার হুমকি দিয়েছিল।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, লাশটি শনাক্ত করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশের দুটো টুকরো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আদর্শ সদর উপজেলায় ডোবা থেকে যুবকের মাথাবিহীন টুকরো অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার কালিরবাজার মনশাসন (দক্ষিণপাড়া) এলাকায় এই লাশ পাওয়া গেছে।
এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে কালিবাজারের শরৎনগর কাজী বাড়ি এলাকার পিকআপচালক কাজী সাইমন ইসলামের (২১) স্বজনেরা ঘটনাস্থলে আসেন। এ সময় দাদি রেহেনা বেগম, মামি লিপি আক্তারসহ অন্য স্বজনেরা লাশের পোশাক দেখে এটি সাইমনের বলে শনাক্ত করেন। তিনি গত ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সোমবার সকালে সদরের কালিরবাজার মনশাসন পূর্বপাড়া এলাকার এক ব্যক্তি ধানখেতের পাশের ডোবায় ঘাস ধুতে যান। এ সময় দুর্গন্ধ পেয়ে ডোবায় ভাসতে থাকা একটি প্লাস্টিকের বস্তা টান দেন। এতে বস্তার ভেতরে থাকা লাশের টুকরো দেখতে পান। পরে তিনি সেখান থেকে চলে যাওয়ার সময় ওই স্থান থেকে আনুমানিক ৫০০ গজ দূরে ধানখেতের পাশের আরেকটি ডোবায় কোমর থেকে দুই পা ও হাতের কয়েকটি টুকরো দেখতে পান। এসব দড়িতে প্যাঁচানো ছিল।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিমসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাশের টুকরোগুলো উদ্ধার করেন।
সাইমনের স্বজনেরা জানান, গত ১০ দিন আগে সৈয়দপুর এলাকায় বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হন সাইমন। পরে তিনি মোবাইল ফোনে মাকে সৈয়দপুর এলাকায় আছেন জানিয়ে বলেন, তাঁর বাড়িতে আসতে দেরি হবে।
পরদিন ভোরে সাইমনের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে সাইমনের বন্ধু পরিচয়ে একজন মাকে জানান, সৈয়দপুর এলাকা থেকে সাইমনকে খুঁজে নিয়ে যেতে। এরপর থেকে সাইমনের মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। কয়েক দিন পার হলেও সাইমনের খোঁজ না পেয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।
চাচা সাইফুল ইসলাম জানান, গত ২০ থেকে ২৫ দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় তাঁর বন্ধুদের সঙ্গে মারামারি হয়েছে বলে শুনেছি। তখন প্রতিপক্ষ তাঁকে গুম করার হুমকি দিয়েছিল।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, লাশটি শনাক্ত করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশের দুটো টুকরো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫