Ajker Patrika

দুদকের করা মামলায় আ.লীগ নেতা কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০: ৪৬
দুদকের করা মামলায় আ.লীগ নেতা কারাগারে

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. আমিরুল ইসলাম মট্টু গত সোমবার রাতে গ্রেপ্তার হয়েছেন। ২০০৭ সালে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। একই দিন একই মামলায় গ্রেপ্তার হয়েছেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ইকবাল খান। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতে তোলা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মানিকগঞ্জ পৌরসভার মাটি ভরাটের কাজ করেছিলেন মহুয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমিরুল ইসলাম মট্টু। ওই মাটি ভরাটে অতিরিক্ত বিলসহ অনিয়মের অভিযোগে দুদক পৃথক দুটি মামলা করে। এতে মট্টু ছাড়াও পৌরসভার মেয়র রমজান আলীসহ কয়েকজনকে আসামি করা হয়। তবে রমজান আলী এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে আছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, আদালত থেকে আমিরুল ইসলাম মট্টু ও ইকবাল খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করে মঙ্গলবার আদালত তোলা হয়।

এ বিষয়ে রমজান আলী বলেন, ‘আমি জামিন নেওয়ার সময় তাঁদের এ বিষয়ে একাধিক বার তাগিদ দিয়েছি। বিষয়টি তাঁরা আমলে নেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত