Ajker Patrika

স্নাতকোত্তরের পরও জীবনযুদ্ধে কবির

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১: ০৯
স্নাতকোত্তরের পরও জীবনযুদ্ধে কবির

প্রাথমিকে পড়ার সময় থেকে শুরু করে ১২ বছর বাদাম বিক্রি করছেন। বাদাম বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি চালিয়ে গেছেন পড়ালেখা। এভাবে করেছেন এসএসসি, এইচএসসি ও স্নাতক (বিএ) পাস। এরপর টিউশনি করে স্নাতকোত্তর (এমএ) পাসও করেছেন। তবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মেলেনি কোনো চাকরি। এখন শুঁটকি বিক্রি করে কোনোমতে সংসার চলে তাঁর।

এমন করুণ গল্প মো. কবির হোসেনের (৩২)। তিনি মানিকগঞ্জের সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাতানী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। জন্মের পর থেকেই তাঁর দুই হাত বিকলাঙ্গ।

কবির হোসেন বলেন, ‘২০০২ সাল থেকে বাদাম বিক্রি করে বলড়া মুন্নু আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি ও আদর্শ মহাবিদ্যালয় খাবাশপুর থেকে ২০১০ সালে এইচএসসি পাস করি। পরে আদর্শ মহাবিদ্যালয় থেকে ২০১৩ সালে বিএ পাস করি। ২০১৬ সালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে দর্শন বিভাগ থেকে মাস্টার্স পাসও করি।’

কবির বলেন, ‘লেখাপড়া শেষ করে সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার পাশাপাশি টিউশনি করে সংসার চালাই। একাধিক চাকরির পরীক্ষায় অংশ নিলেও চাকরি পাইনি। ২০১৪ সালে শিউলি বেগমকে বিয়ে করি। আমার এক ছেলে ও মেয়ে আছে।’

কবির হোসেন বলেন, ‘২০২০ সালে করোনায় টিউশনির আয় বন্ধ হয়ে গেলে ভাড়ারিয়া বাজারে শুঁটকি মাছ বিক্রি শুরু করি। তবে পুঁজি কম থাকায় শুঁটকি বিক্রি করে আয়ও কম হয়। সমাজের কোনো বিত্তবান যদি আমার শুঁটকি ব্যবসায় সহায়তা করতেন অথবা আমাকে যদি কেউ চাকরি দিতেন, স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকতে পারতাম।’

ভাড়ারিয়া বাজারের মামুন লাইব্রেরির কর্ণধার জাহিদুল ইসলাম বলেন, ‘বাজারের বিভিন্ন জায়গায় বসে শুঁটকি বিক্রি করে সংসার চালায় কবির। ছেলেটা পরিশ্রমী। প্রতিবন্ধী হলেও ওই হাত দিয়েই কাজ করে সে।’

ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ পান্নু মিয়া বলেন, পরিষদ থেকে কবির হোসেনকে সরকারি সহায়তা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত