Ajker Patrika

মধুপুরের ‘ছেওগাং’ জলমহালের ইজারা বাতিল করার দাবি

মধুপুর প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১১: ৪০
মধুপুরের ‘ছেওগাং’ জলমহালের ইজারা বাতিল করার দাবি

মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের ‘ছেওগাং’ জলমহালের ইজারা বাতিল ও জনগণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে চার গ্রামের বাসিন্দা ও মৎস্যজীবীরা মিলে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা জানান, বংশাই নদের অবিচ্ছেদ্য অংশ হলো ‘ছেওগাং’। এই অংশটিতে যুগ যুগ ধরে আম্বাড়ীয়া, মোল্লাবাড়ী, বিষ্ণাইপাল, দড়িহাসিলসহ আশপাশের গ্রামের বাসিন্দারা তাঁদের প্রয়োজনে ব্যবহার করে আসছেন। মৎস্যজীবীরা ওই বিল থেকে মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন। সাম্প্রতিক সময়ে স্থানীয় কয়েকজন প্রভাবশালীরা মিলে ‘ছেওগাং ফিশারিজ’ নামে একটি সংগঠন করে সংশ্লিষ্টদের যোগসাজশে লিজ নেয়। লিজের বরাদ্দপত্র হাতে পেয়েই ওই সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম তাঁর লোকজন নিয়ে প্রায় সাড়ে ২১ একরের বিশাল জলমহাল ‘ছেওগাং’ দখলে নেন।

এরপর থেকে এলাকাবাসীকে গোসল, কাপড় কাঁচা, গরুর গোসল করানো, পাট পচানো, মাছধরা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দারা জলমহাল ব্যবহার করতে গেলে তাঁদের ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন সময়ে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলাও করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। এতে এলাকাবাসী তাঁদের ওপর ক্ষুব্ধ হয়ে মানববন্ধনের আয়োজন করে। এ সময় ‘ছেওগাং ফিসারি’র নামে জলমহালের লিজ বাতিল করে জনগণের জন্য উন্মুক্ত করার দাবি তোলা হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা মো. গোলাম মোস্তফা। এতে বক্তব্য দেন মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম, মো. লাল মিয়া, মোসা. শাহিদা বেগম, আব্দুল বাসেদ, আব্দুল কাদের আকন্দ, আব্দুল মজিদ প্রমুখ।

জনগণের দাবির মুখে মধুপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদিকুল ইসলামসহ ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত হয়ে আলোচনায় বসেন। তাঁরা ছেওগাং এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পুরো বিষয়টি এবং এলাকাবাসীর দাবি প্রতিবেদন আকারে জেলা প্রশাসকের কাছে পেশ করার প্রতিশ্রুতি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত