Ajker Patrika

কাল দ্বিতীয় ডোজ টিকা পাবে ৮০ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৩: ৫৩
কাল দ্বিতীয় ডোজ টিকা পাবে ৮০ লাখ মানুষ

মাসে তিন কোটির বেশি টিকা দেওয়ার পরিকল্পনা সরকারের। এ জন্য বিশেষ দিবসের পাশাপাশি সপ্তাহের একটি দিনকে বেছে নেওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুই দিনে প্রায় ৮১ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। যার দ্বিতীয় ডোজ আগামীকাল বৃহস্পতিবার।

এ জন্য প্রথম ডোজের ন্যায় দেশের ৬ হাজার টিকাকেন্দ্রের ১৬ হাজার ১৮৩টি বুথ নির্ধারণ করা হয়েছে। এ দফায় শুধু দ্বিতীয় ডোজই দেওয়া হবে। তবে প্রধানমন্ত্রীর জন্মদিনের বাইরে নিবন্ধনের মাধ্যমে দ্বিতীয় ডোজের অপেক্ষমাণরা টিকা নিতে পারবেন কি না, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ক্যাম্পেইনে যাঁরা প্রথম ডোজ নিয়েছেন, তাঁদের শুধু দেওয়ার পরিকল্পনা। তবে যেহেতু নিবন্ধনের মাধ্যমে অনেক মানুষ দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন, তাঁদের ব্যাপারে কী করা যায়, সেটি আলোচনা করা হবে।’

তবে ভিন্ন কথা বলছেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন। তিনি বলেন, ‘এটি বিশেষ ক্যাম্পেইনের। নিবন্ধনের মাধ্যমে যিনি প্রথম ডোজ টিকা নিয়েছেন, এসএমএসের মাধ্যমে তাঁকে দ্বিতীয় ডোজ নিতে হবে। ক্যাম্পেইনে এলে ফেরত যেতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত