Ajker Patrika

ছাত্রদলের কমিটিতে মাদকের আসামি

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৫: ৩৪
ছাত্রদলের কমিটিতে মাদকের আসামি

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার তিন ইউনিয়নে ছাত্রদলের কমিটিতে মাদক মামলার আসামি ও অনুপ্রবেশকারীদের পদ পাওয়ার অভিযোগ এনে অন্যদের পদত্যাগের হিড়িক পড়েছে। ২০ জানুয়ারি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান এবং সদস্যসচিব নাজমুল হাসান স্বাক্ষরিত রাজিবপুর সদর, মোহনগঞ্জ ও কোদালকাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

রাজিবপুর সদর ইউনিয়নের ঘোষিত কমিটিতে সভাপতির পদ পাওয়া আবু হান্নান মাদক মামলার আসামি বলে অভিযোগ উঠেছে। তাঁকে ২০১৯ সালের ১০ আগস্ট জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চৌরাস্তার মোড়ে একটি রেস্টুরেন্ট থেকে ১ হাজার ৮০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তিনি জেলও খাটেন। মামলাটি এখনো বিচারাধীন বলে জানা গেছে।

ঘোষিত কমিটির প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সদর ইউনিয়ন ছাত্রদলের অন্তত ১১ জন। এ ছাড়া কোদালকাটি ইউনিয়নের আটজন এবং মোহনগঞ্জ ইউনিয়নের আটজন নেতার পদত্যাগ করার খবর পাওয়া গেছে। তাঁদের একজন যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান কিরণ। তিনি বলেন, ‘এ কমিটির শীর্ষনেতাদের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া সাধারণ সম্পাদকের পদ পাওয়া ফজলুল করিম এক যুবদল নেতার ভাতিজা। সাংগঠনিক যোগ্যতা না থাকলেও স্বজনপ্রীতি করে তাঁকে সম্পাদকীয় পদ দেওয়া হয়েছে।’

রাজিবপুর সদর ইউনিয়নের সদ্য ঘোষিত কমিটির সভাপতি আবু হান্নান নিজের বিরুদ্ধে মাদক মামলা থাকার কথা স্বীকার করে বলেন, ‘নিজ দলের গ্রুপিংয়ে পড়ে আমাকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। প্রতিপক্ষের দুই নেতা পরিকল্পিতভাবে আমাকে মাদক দিয়ে ফাঁসিয়েছেন। এই মামলায় যাঁরা সাক্ষী তাঁরা ঘটনার প্রকৃত তথ্য আদালতে উপস্থাপন করবেন।’

মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের পদত্যাগকারী সাংগঠনিক সম্পাদক নাফিউল আলম জুয়েল বলেন, ‘কমিটিতে অছাত্র, অযোগ্য লোকদের স্থান দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান বলেন, ‘ইউনিয়ন কমিটিগুলোর ব্যাপারে দায়বদ্ধতা উপজেলা কমিটির। রাজিবপুরে ঘোষিত কমিটিগুলো নিয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে আজকালের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমানকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। আর সদস্যসচিব নাজমুল হাসানের ফোন বন্ধ পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত