গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
‘বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদীতে পানি বাড়া শুরু হয়। গরু-ছাগল নিয়া রাস্তার ধারে রাত কাটাইছি। এখন তিনটা বাজে। শুধু মুড়ি খেয়া আছি। আগুন জ্বালার কোনো উপায় নাই। বাড়িভর্তি পানি, কোনোটে বের হওয়ারও জায়গা নাই। হামরা তো সরকারের কাছে ত্রাণ চাই না। শুধু একটাই দাবি জানাই, তিস্তা নদীত হামাক শুধু একটা শক্ত বেড়িবাঁধ যেন দিয়ে দেয়। তাহলে আর তিস্তাপাড়ে বন্যা থাকবার নেয়।’
গতকাল শুক্রবার বিকেলে কথাগুলো বলছিলেন রংপুরের গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকার মোফাজ্জল হোসেন।
তিস্তা নদী আবার ফুঁসে ওঠায় গঙ্গাচড়ার ছয় ইউনিয়নের প্রায় চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং তলিয়ে গেছে আমন ধানের খেত। পানিবন্দী পরিবারগুলো গবাদিপশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ৩২ সেন্টিমিটার ওপরে ছিল।
তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও উজানের পানি বৃদ্ধির প্রবণতা কিছুটা কমে আসায় ডালিয়া পয়েন্টে পানি আগামী ১২ ঘণ্টা পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তার উজানে পুনরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে পানি পুনরায় বৃদ্ধি এবং বিপৎসীমা অতিক্রম করতে পারে।
গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বন্যাকবলিত লোকজন উঁচু স্থান, বাঁধ, আশ্রয়কেন্দ্রসহ আত্মীয়স্বজনের বাড়িতে ঠাঁই নিয়েছেন।
লক্ষ্মীটারী ইউনিয়নের বাগেরহাট আবাসন প্রকল্পের বাসিন্দা মনোয়ারা বেগম জানান, বৃহস্পতিবার সারা রাত বাচ্চাদের নিয়ে জেগে কাটিয়েছেন। শুক্রবার বেলা ২টা পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা করতে পারেননি।
মনোয়ারা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘নদীটা যদি দুই ধারে বান্দি দেয় তাহলে কি আর হামাকগুলাক পানিত ডুবে থাকা লাগে? পানিত ডুবি থাকলে সরকারি লোকজন আসি ২-৩ কেজি চাল দিয়া যায়। হামরা কি সরকারের কাছে চাল চাই? হামরা কামাই করি খাবার পাই। হামারগুলার একটায় দাবি, শংকরদহ থাকি বিনবিনা এলাকা পর্যন্ত একটা বেড়িবাঁধ। তাহলে হামরাগুলা বাচ্চা-কাচ্চা নিয়া শান্তিতে থাকনো হয়।’
একই এলাকার বৃদ্ধ আসিমুদ্দিন বলেন, ‘এত কষ্ট করি ফসল আবাদ করি, নদী ভাসে নিয়া যায়। হামাকগুলাক দয়া করি নদীটা বান্দি দিলে হয়। তাহলে হামারগুলার কষ্ট থাকে না। হামাকগুলাক একমাত্র নদী ফকির বানাইছে।’
এ বিষয়ে কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, ‘আমার ইউনিয়নের প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে বারবার বলেছি তিস্তা নদীর ডান তীরে একটি শক্ত বাঁধ নির্মাণের জন্য। তাঁরা আমাদের কোনো কথা রাখেননি। বন্যা এলে শুধু আশ্বাস দিয়ে যান কিন্তু কাজের কাজ কিছুই করেন না।’লক্ষ্মীটারীর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি জানান, তাঁর এলাকায় প্রায় ৭০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে আগাম জাতের আমন ধানের খেত। আগামী দুই সপ্তাহের মধ্যে যে ধান ঘরে তোলা যেত সে ধান এখন পানির নিচে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন বলেন, ‘আমরা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছি। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বন্যাকবলিত পরিবারগুলোর তথ্য চাওয়া হয়েছে। তথ্য এলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
‘বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদীতে পানি বাড়া শুরু হয়। গরু-ছাগল নিয়া রাস্তার ধারে রাত কাটাইছি। এখন তিনটা বাজে। শুধু মুড়ি খেয়া আছি। আগুন জ্বালার কোনো উপায় নাই। বাড়িভর্তি পানি, কোনোটে বের হওয়ারও জায়গা নাই। হামরা তো সরকারের কাছে ত্রাণ চাই না। শুধু একটাই দাবি জানাই, তিস্তা নদীত হামাক শুধু একটা শক্ত বেড়িবাঁধ যেন দিয়ে দেয়। তাহলে আর তিস্তাপাড়ে বন্যা থাকবার নেয়।’
গতকাল শুক্রবার বিকেলে কথাগুলো বলছিলেন রংপুরের গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকার মোফাজ্জল হোসেন।
তিস্তা নদী আবার ফুঁসে ওঠায় গঙ্গাচড়ার ছয় ইউনিয়নের প্রায় চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং তলিয়ে গেছে আমন ধানের খেত। পানিবন্দী পরিবারগুলো গবাদিপশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ৩২ সেন্টিমিটার ওপরে ছিল।
তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও উজানের পানি বৃদ্ধির প্রবণতা কিছুটা কমে আসায় ডালিয়া পয়েন্টে পানি আগামী ১২ ঘণ্টা পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তার উজানে পুনরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে পানি পুনরায় বৃদ্ধি এবং বিপৎসীমা অতিক্রম করতে পারে।
গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বন্যাকবলিত লোকজন উঁচু স্থান, বাঁধ, আশ্রয়কেন্দ্রসহ আত্মীয়স্বজনের বাড়িতে ঠাঁই নিয়েছেন।
লক্ষ্মীটারী ইউনিয়নের বাগেরহাট আবাসন প্রকল্পের বাসিন্দা মনোয়ারা বেগম জানান, বৃহস্পতিবার সারা রাত বাচ্চাদের নিয়ে জেগে কাটিয়েছেন। শুক্রবার বেলা ২টা পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা করতে পারেননি।
মনোয়ারা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘নদীটা যদি দুই ধারে বান্দি দেয় তাহলে কি আর হামাকগুলাক পানিত ডুবে থাকা লাগে? পানিত ডুবি থাকলে সরকারি লোকজন আসি ২-৩ কেজি চাল দিয়া যায়। হামরা কি সরকারের কাছে চাল চাই? হামরা কামাই করি খাবার পাই। হামারগুলার একটায় দাবি, শংকরদহ থাকি বিনবিনা এলাকা পর্যন্ত একটা বেড়িবাঁধ। তাহলে হামরাগুলা বাচ্চা-কাচ্চা নিয়া শান্তিতে থাকনো হয়।’
একই এলাকার বৃদ্ধ আসিমুদ্দিন বলেন, ‘এত কষ্ট করি ফসল আবাদ করি, নদী ভাসে নিয়া যায়। হামাকগুলাক দয়া করি নদীটা বান্দি দিলে হয়। তাহলে হামারগুলার কষ্ট থাকে না। হামাকগুলাক একমাত্র নদী ফকির বানাইছে।’
এ বিষয়ে কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, ‘আমার ইউনিয়নের প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে বারবার বলেছি তিস্তা নদীর ডান তীরে একটি শক্ত বাঁধ নির্মাণের জন্য। তাঁরা আমাদের কোনো কথা রাখেননি। বন্যা এলে শুধু আশ্বাস দিয়ে যান কিন্তু কাজের কাজ কিছুই করেন না।’লক্ষ্মীটারীর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি জানান, তাঁর এলাকায় প্রায় ৭০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে আগাম জাতের আমন ধানের খেত। আগামী দুই সপ্তাহের মধ্যে যে ধান ঘরে তোলা যেত সে ধান এখন পানির নিচে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন বলেন, ‘আমরা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছি। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বন্যাকবলিত পরিবারগুলোর তথ্য চাওয়া হয়েছে। তথ্য এলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫