Ajker Patrika

নিয়াজ হত্যা মামলার অভিযোপত্র দাখিল

খুলনা প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪৭
নিয়াজ হত্যা মামলার অভিযোপত্র দাখিল

খুলনা মহানগরের সোনাডাঙ্গা এলাকার নিয়াজ মোর্শেদ (২৫) হত্যার চার মাস ২৪ দিন পর ১০ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। গতকাল মঙ্গলবার খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আশারাফুল আলম এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলো, বয়রা ক্রস রোডের শেখ নাসির উদ্দিনের ছেলে জকির হোসেন বাবু, হাফিজ নগর রাঙ্গা মিয়ার ভাড়াটিয়া বাবু হাওলাদারের ছেলে নুর ইসলাম, ও একই এলাকার মো. নুরুর ছেলে রেজা, গোবরচাকা গাবতলা এলাকার হালিম, নিজ খামার এলাকার লুৎফর হোসেনের ছেলে ইয়াছিন হোসেন, সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার মনা মুন্সির ছেলে আলাউদ্দিন, একই এলাকার আবুল হোসেনের ছেলে রানা ও আবুল হোসেনের ছেলে শফিকুল হোসেন এবং অপর দুজন আসামি পলাতক রয়েছে।

জানা গেছে, টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হয় নিয়াজ মোর্শেদ। যা অভিযোগপত্রে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডের কয়েকদিন আগে নিয়াজ মোর্শেদ প্রতিপক্ষ গ্রুপের এক সদস্যের কাছে ১ হাজার ২০০ টাকা পেত। ওই টাকাকে কেন্দ্র করে তাঁদের উভয়ের মধ্যে বিরোধ হয়। বিরোধের একপর্যায়ে তাঁকে হত্যা করা হয়। এজাহারনামীয় আটজন ও তদন্তে প্রকাশ আরও দুজনের নাম উল্লেখ করে ১০ জনের নামে চার্জশিট দাখিল করা হয়েছে। ওই দুজন পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ‘গত ৪ মে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বয়রা ক্রস রোড দেবাশীষের সেলুনে যায়। সেলুনের কাজ শেষ করে নিয়াজ সোয়া ৮টার দিকে ওই এলাকার রুবির দোকানের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরে নিহতের বড় ভাই মো. শামীম আটজন আসামির নাম উল্লেখ সোনাডাঙ্গা থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত