Ajker Patrika

আমনের পর বোরোতে কৃষকের নতুন স্বপ্ন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২: ০৪
আমনের পর বোরোতে কৃষকের নতুন স্বপ্ন

দিনাজপুরের বিরলে বোরো ধানের আবাদ নিয়ে নতুন স্বপ্ন বুনছেন কৃষকেরা। আমন ধানের ভালো দাম পেয়ে নতুন উদ্যমে বোরো আবাদের কথা ভাবছেন তাঁরা। এর প্রস্তুতি হিসেবে অধিক পরিমাণ জমিতে বোরো বীজতলা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন এই অঞ্চলের কৃষক। কৃষি কর্মকর্তারাও আশা করছেন, এই অঞ্চলে এবার বোরো ধান আবাদের পরিমাণ আরও বাড়বে।

জানা যায়, ধান আবাদ করে গত কয়েক বছর ধরেই অব্যাহত লোকসান গুনছিলেন এ অঞ্চলের কৃষকেরা। এ জন্য তাঁরা ধান আবাদে আগ্রহ হারিয়ে ফেলছিলেন। ধানের আবাদ কমিয়ে দিয়ে ঝুঁকছিলেন অন্য ফসল আবাদে দিকে; কিন্তু এবার আমন ধানের ভালো দাম পাওয়ায় বোরো আবাদ নিয়ে নতুন পরিকল্পনায় ঝুঁকছেন কৃষকেরা।

কৃষকেরা জানান, ‘সকালে কুয়াশা থাকলেও দিনের বেশির ভাগ সময় রোদের দেখা মিলছে। এতে ভালোভাবেই বড় হয়ে উঠছে বোরো ধানের বীজতলা। এই আবহাওয়া বোরো ধানের বীজতলার জন্য অনুকূল বলে জানান তাঁরা।’

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শাহ আলম জানান, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় এবার ২ লাখ ৬০ হাজার জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ১২ হাজার ৫৩৫ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়; কিন্তু এই তিন জেলায় বীজতলা তৈরি করা হচ্ছে ১৩ হাজার ৬১৪ হেক্টর জমিতে। অর্থাৎ, ১১ শতাংশ বেশি জমিতে বীজতলা তৈরি করা হচ্ছে। এতে বাড়তি ২০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ সম্ভব হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত