Ajker Patrika

শ্যামনগরে ছাত্রলীগের পদ পেতে তৎপর যাঁরা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৬: ১০
শ্যামনগরে ছাত্রলীগের পদ পেতে তৎপর যাঁরা

বাংলাদেশ ছাত্রলীগের শ্যামনগর উপজেলা শাখা কমিটিতে পদ পেতে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছেন অনেকে। মেয়াদ উত্তীর্ণ সর্বশেষ কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে এ তৎপর হয়ে উঠেছেন তাঁরা। সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো সংগঠনটির শীর্ষ দুই পদের জন্য এখন পর্যন্ত তিনজন করে মাঠে নেমেছেন ছয় প্রার্থী। আগের বিলুপ্তি হওয়ার কারণে খুব শিগগিরই সংগঠনটির নতুন শাখা কমিটি ঘোষণার গুঞ্জন রয়েছে।

নতুন কমিটি ঘিরে সাবেকদের পাশাপাশি নতুনরাও নেতৃত্বের প্রতিযোগিতায় নামায় জমে উঠেছে ছাত্রলীগের স্থানীয় রাজনীতি। তবে নানা ইস্যুতে বিতর্কিতদের পুনরায় নেতৃত্বের দৌড়ে শামিল হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে সমালোচনার সৃষ্টি করেছে।

এদিকে গত বছরের ১৪ জুলাই শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর সাত দিনের মধ্যে কমিটি দিতে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত চাওয়া হয়। তবে ছয় মাস পার হলেও গঠিত হয়নি নতুন কমিটি।

জানা গেছে, উপজেলার ছাত্রলীগের সভাপতি পদের দৌড়ে এখনো পর্যন্ত আলোচনায় রয়েছেন তিনজন। বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি ছাড়াও অপর দুই প্রতিদ্বন্দ্বী হলেন রাজু মন্ডল ও আব্দুল হাকিম সবুজ। শ্যামনগর সরকারি মহসীন কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র রাজু মন্ডল গত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। গত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি এবার নতুন কমিটির সভাপতি পদের জন্য লড়ছেন। অন্য প্রার্থী আব্দুল হাকিম সবুজও লড়ছেন একই পদের জন্য। তবে পরিবারের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী ভূমিকা থাকার অভিযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অশ্লীল ছবি ভাইরালের ঘটনায় কিছুটা বিব্রত ছাত্রলীগ।

এদিকে গাজী অমিউজ্জামান, মাহাবুবুর রহমান ও আরাফাত হোসেন উপজেলার শাখা কমিটির সাধারণ সম্পাদক পদের প্রতিযোগিতায় রয়েছেন।

কমিটির বিষয়ে কথা বলতে সদ্য সাবেক সভাপতি সাগর মন্ডলকে ফোন করেও পাওয়া যায়নি।

সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক স ম আব্দুস সাত্তার বলেন, ‘দীর্ঘ সময় কমিটি না থাকলে সাংগঠনিক স্থবিরতা তৈরি হতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়ার জন্য জেলা ছাত্রলীগ নেতাদের প্রতি আহ্বান রইল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত