Ajker Patrika

প্রতিবাদে মানববন্ধন যুবক গ্রেপ্তার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৬
প্রতিবাদে মানববন্ধন  যুবক গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে এক শিক্ষিকার গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ভিডিও করার অভিযোগে সাজু শেখ (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ওই শিক্ষিকার স্বামী বাদী হয়ে ফুলছড়ি থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে আসামিকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও এলাকাবাসী মানববন্ধন করে।

অভিযোগে জানা যায়, ওই শিক্ষিকা গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভাড়া বাসার নির্দিষ্ট কক্ষে গোসল করতে যান। এ সময় পার্শ্ববর্তী ঘর থেকে সাজু শেখ (৩৮) ও অজ্ঞাত ২ / ৩ জন যুবক মোবাইল ফোনে গোসলের ভিডিও ধারণ করে। শিক্ষিকা ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন। এতে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে যুবকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে তাঁদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও এলাকাবাসী বেলা ১১টার দিকে ফুলছড়ি বাজার এলাকায় মানববন্ধন করে।

ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক কাওছার আলী বলেন, সোমবার দুপুরে ওই শিক্ষিকার স্বামী বাদী হয়ে থানায় মামলা করে করেন। এর পরপরেই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সাজু শেখকে গ্রেপ্তার করেন। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত