Ajker Patrika

‘মাদক ব্যবসায়ীদের পক্ষে দাঁড়াবেন না’

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫: ৫০
‘মাদক ব্যবসায়ীদের পক্ষে দাঁড়াবেন না’

মাদক ব্যবসায়ীদের রক্ষা ও ইভটিজিং মামলার আসামিদের পক্ষে আদালতে না দাঁড়াতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। গত শনিবার রাতে নগরীর কান্দিরপাড়ে বঙ্গবন্ধু ল কলেজের ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘আইনজীবীদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে। সমাজের জন্য ক্ষতিকারক ব্যক্তির পক্ষের আদালতে দাঁড়ানো যাবে না। মাদক ব্যবসায়ীদের রক্ষা ও ইভটিজিং মামলার আসামিদের পক্ষে আদালতে লড়াই করা বন্ধ করতে হবে। তাহলে দেখবেন দেশ সুন্দর হয়ে গেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত