Ajker Patrika

নতুন সড়ক ভেঙে দিল দুর্বৃত্ত

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪: ১৬
নতুন সড়ক ভেঙে দিল দুর্বৃত্ত

কেশবপুরে সড়কে ইটের সলিং শেষ করার একদিন পরেই দুর্বৃত্তেরা রাতের আঁধারে একটি বড় অংশ ভেঙে দিয়েছে। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামে।

এ ঘটনায় ওই এলাকার মানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। খবর পেয়ে গতকাল রোববার সকালে ওই সড়কে এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা উপস্থিত হলে শত শত মানুষ জড় হন। এ সময় তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

উপজেলার সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের প্রায় ৪৫০ ফুট কাঁচা রাস্তায় ইটের সলিং বসিয়ে পাকা করা হয়। শুক্রবার ওই কাজ শেষ করার পর দুর্বৃত্তরা শনিবার রাতে ইমামুল হকের জমির পাশ থেকে মাটি কেটে নিচু করে সড়কটি ভেঙে দেয়।

মাগুরাডাঙ্গা গ্রামের বাসিন্দা নিরাঞ্জন দাস বলেন, ‘প্রায় দু শ বছরের রাস্তাটিতে ইট বসানোয় এলাকার মানুষ আনন্দিত হয়েছিল। কিন্তু রাতের আঁধারে যারা সড়কটি নষ্ট করেছে তারা মানুষ না, অমানুষ।’

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা বলেন, ‘কাবিটা প্রকল্পের আওতায় ২ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে ওই সড়কটিতে ইটের সলিং দিয়ে পাকা করা হয়। সড়কটি ভেঙে ফেলার খবর পেয়ে সকালে ওই স্থানে হাজির হই। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত