Ajker Patrika

পূজা উপলক্ষে জমে উঠেছে কেনাকাটা

যশোর প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৮: ৫৩
পূজা উপলক্ষে জমে উঠেছে কেনাকাটা

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু কাল। উৎসব রাঙাতে ব্যস্ত হিন্দু ধর্মাবলম্বীরা। কিনছেন রঙ বেরঙের নানা ডিজাইনের পোশাক। আর তাঁদের চাহিদা মেটাতে শেষ মুহুর্তের বিকিকিনিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারাও। এই উৎসবকে ঘিরে করোনাকালের লোকসান পুষিয়ে নেবার তাগিদ তাঁদের।

সরেজমিনে দেখা যায়, শহরের এইচএমএম মোড়ে ছেলেকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন মিতা রাণী দাস। তিনি বলেন, ‘আজ বাদে কাল শুরু হবে উৎসব। এখন শেষের দিকের কিছু কেনাকাটা বাকি ছিলো সেগুলো কিনতেই বাজারে এসেছি। নিজের জন্য ও ছেলের জন্যসহ বাসার সবার জন্য নতুন পোশাক কিনেছি।’

জয় কান্তি দে নামের আরেক ক্রেতা বলেন, ‘বছরে দূর্গা পূজা একবারই আসে। আর এই সময়ে আনন্দ না করলে কি হয়? পূজায় বন্ধুদের নিয়ে আনন্দ করবো। সেই লক্ষে প্রতিদিন ভিন্ন পোশাক পরার চিন্তা ভাবনা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি পোশাক কিনেছি। আরও কিছু কিনতে এসেছি।’

শহরের আশা শাড়ি হাউজের বিক্রেতা কামাল হোসেন বলেন, ‘পূজা উপলক্ষে আগের থেকে বেচাবিক্রি একটু বেড়েছে। সবাই ইন্ডিয়ান শাড়ি বেশি পছন্দ করছেন। এ ছাড়া কাঞ্চিবরণ, কাতান শাড়িও চলছে। তবে এ বছরে শাড়ির দাম একটু কম হওয়ায় ক্রেতারা পছন্দের শাড়িটি নিয়ে ফিরতে পারছেন।’

ইমরান ক্লথ স্টোরের মালিক ইমরান খান বলেন, ‘শাড়ি বিক্রি হচ্ছে ইন্ডিয়ান, সিল্ক ও কাতান। বেশি বিক্রি হচ্ছে ৭০০ থেকে দুই হাজার টাকা দামের শাড়ি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত